মুন্সীগঞ্জের শ্রীনগরে অটোরিক্সার ধাক্কায় আব্দুল্লাহ বিন তালহা (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৬ ডিসেম্বর সকাল ৬টার দিকে রাঢ়ীখাল ইউনিয়নের মাইজপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল্লাহ উপজেলার ষোলঘর ইউনিয়নের দক্ষিন উমপাড়া গ্রামের দিলিপ ইসলামের পুত্র। পরিবার ও স্থানীয়দের তথ্যমতে, তালহা তার মায়ের সঙ্গে নানা বাড়ি বেড়াতে এসে সকালে মাইজপাড়া বাজারে ঘুরতে যায়। রাস্তা পার হওয়ার সময় একটি অটোরিক্সা তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
শ্রীনগর থানার এসআই তারেক জানান, এ ঘটনায় পরিবারের অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে
কেকে/এএম