সিরাজগঞ্জের কাজীপুরে জনপ্রিয় কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপার কর্মী-সমর্থকদের ওপর হামলার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেলে এ তথ্য নিশ্চিত করে সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক এনামুল হক জানান, জেলা বিএনপি তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি করেছে। কমিটি আগামী ৪৮ ঘন্টার মধ্যে জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করবে।
কমিটির তিন সদস্যরা হলেন- জেলা বিএনপির সহ-সভাপতি মকবুল হোসেন চৌধুরী, নাজমুল হাসান তালুকদার রানা এবং তথ্য ও গবেষণা বিষয়ক সহ-সম্পাদক এম দুলাল উদ্দিন।
উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. রবিউল হাসান হামলার বিষয়ে বলেন, বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার সোনামুখী ইউনিয়নের হরিনাথপুর বাজারে কণ্ঠশিল্পী কনকচাঁপার সমর্থকরা বিএনপির প্রচারণা করছিল। এ সময় বর্তমান উপজেলা বিএনপির সভাপতি সেলিম রেজা ও সাধারণ সম্পাদক আব্দুস সালামের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে কনকচাঁপার অন্তত ১০ জন কর্মী-সমর্থক আহত হন। পরে স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করেন।
অভিযুক্ত উপজেলা বিএনপির সভাপতি সেলিম রেজা বলেন, এ ঘটনার সঙ্গে কোনো ধরনের সম্পৃক্ততা নেই আমার। এ হামলার ঘটনাটি একদম অনাকাঙ্ক্ষিত।
কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম জানান, ওই ঘটনায় আজ দুপুরে রবিউল হাসান (টেনিস) নামের একজন ২৬ জনের নাম উল্লেখ করে অভিযোগ দায়ের করেছেন।
কেকে/এইচএস