শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ প্রসঙ্গে কড়া সমালোচনা করেছেন শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ মো. সেলিম ভুঁইয়া। তিনি অভিযোগ করেন, শিক্ষাক্ষেত্রের বাজেট থেকেও আওয়ামী লীগ সরকার বিপুল অর্থ হাতিয়ে নিয়েছে।
শুক্রবার (৬ ডিসেম্বর) দুপুরে মাদারীপুরের শিবচরে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, শিক্ষা ব্যবস্থার উন্নয়নের দিকে সরকারের কোনো খেয়াল নেই। বরং তারা লুটপাটে ব্যস্ত। শিক্ষার বাজেট থেকে অর্থ আত্মসাৎ করায় জাতীয়করণ বাস্তবায়িত হয়নি।
অধ্যক্ষ সেলিম ভুঁইয়া আরও বলেন, জাতীয়করণ হলে শিক্ষার মানে আমূল পরিবর্তন আসবে। বর্তমানে শিক্ষায় সমন্বয়ের অভাবে মান ক্ষতিগ্রস্ত হচ্ছে। সরকারি, প্রাইভেট, কিন্ডারগার্টেন, কোচিং সেন্টার—সবখানে একক নীতিমালার অভাবে শিক্ষা ব্যবস্থা খাদের কিনারায় পৌঁছেছে।
তিনি শিক্ষার উন্নয়নে অভিভাবক, শিক্ষার্থী, ও শিক্ষকদের সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, সুশিক্ষার জন্য সুশিক্ষক প্রয়োজন। তবে বর্তমানে অর্থের বিনিময়ে শিক্ষক নিয়োগে শিক্ষার মান কমছে এবং শিক্ষার্থীরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
আগামী দিনে শিক্ষার পুনর্গঠনের আশ্বাস দিয়ে তিনি বলেন, সবার জন্য একক সিস্টেমে শিক্ষা নিশ্চিত করতে জাতীয়করণের প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে আমরা কাজ করছি। এতে ছাত্র-শিক্ষক উভয়ে উপকৃত হবে।
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিক্ষক সমিতি শিবচর উপজেলা শাখার সভাপতি মো. আতাহার হোসেন। এসময় উপস্থিত ছিলেন শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের অতিরিক্ত মহাসচিব মো. জাকির হোসেন, কো-চেয়ারম্যান মাওলানা দেলোয়ার হোসেন, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক সেলিম মিয়া, আব্দুল হক মিয়া, আবু বকর মিয়া এবং সাংগঠনিক সম্পাদক হাওলাদার মো. আবুল কালাম আজাদসহ অনেকে।
কেকে/এএম