টাঙ্গাইলের ভূঞাপুরে মোটরসাইকেল ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনায় ১৮ বছর বয়সী কলেজ ছাত্র শাহরুখ আকন্দ নিহত হয়েছে এবং আরও দুইজন আহত হয়েছে।
শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে যমুনা সেতু-ভূঞাপুর আঞ্চলিক মহাসড়কের গোবিন্দাসী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহরুখ বঙ্গবন্ধু সেনানিবাস কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী। আহতরা হলো লিমন চকদার ও রবিন শেখ, যারা একই কলেজের শিক্ষার্থী এবং বর্তমানে টাঙ্গাইল সদর হাসপাতালে চিকিৎসাধীন।
প্রত্যক্ষদর্শীদের মতে, মোটরসাইকেলটি একটি অটোভ্যানকে ওভারটেক করার সময় স্লিপ করে রাস্তার পাশে পড়ে যায়, এতে গুরুতর আহত হয়। পুলিশ জানিয়েছে, আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে হাসপাতালে রেফার করা হয়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ দায়ের হয়নি।
কেকে/এএম