মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী ও সদর উপজেলায় পুলিশের অভিযানে এক নালা বন্দুক, ৪৯ রাউন্ড গুলি এবং ২৫ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদসহ দুই জনকে আটক করা হয়েছে।
শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে টঙ্গীবাড়ী উপজেলার উত্তর মুলচর গ্রামের বায়তুল মামুর জামে মসজিদের সামনে অভিযান চালিয়ে মো. সোহেল সৈয়াল (২৩) নামে এক যুবককে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ৬ রাউন্ড কার্তুজ উদ্ধার হয়। সোহেল সদর উপজেলার বেসনাল গ্রামের মৃত জহুরুল ইসলামের ছেলে।
তাকে জিজ্ঞাসাবাদ করার পর, তার দেওয়া তথ্যমতে সদর উপজেলার চর বেসনাল গ্রামের মোছা. বেগম (৪৫) এর বাসায় অভিযান চালানো হয়। সেখানে মাটির নিচে পুতে রাখা মাটির তৈরী মটকির ভিতর থেকে ৪৬টি গুলি এবং ২৫ বোতল বিদেশী মদ উদ্ধার হয়। এছাড়া বসত ঘরের দক্ষিণ পাশে টিনের উপর থেকে একটি একনালা দেশীয় বন্দুকও উদ্ধার করা হয়। পুলিশ মোছা. বেগমকে আটক করে।
টঙ্গীবাড়ী থানার ওসি মো. মহিদুল ইসলাম জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। আইনি কার্যক্রম শেষে তাদের আদালতে প্রেরণ করা হবে।
কেকে/এএম