লোহাগড়া উপজেলার কলেজপাড়ায় প্রতিষ্ঠিত শ্রেষ্ঠা শাকিরা বিজ্ঞান ক্লাবের আয়োজনে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি বিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত হয়।
শুক্রবার (৬ ডিসেম্বর) বিকাল ৩টায় এ সম্মেলনে উপস্থিত ছিলেন বিশিষ্ট বিজ্ঞানী ড. মো. ওয়াহিদুর রহমান, চিকিৎসক ডা. রাজিবুল ইসলাম, সাংবাদিক মো. শাহীনুজ্জামান, মো. বদরুল আলম প্রমুখ।
সম্মেলনে বক্তারা সমাজের বিভিন্ন সমস্যা এবং তার সমাধান নিয়ে গভীর আলোচনা করেন। তারা বলেন, জীবনে সমস্যা থাকবে, তবে সমস্যাকে সমাধান করাই বিজ্ঞানের কাজ।
বক্তারা আরও বলেন, সমাজে ও ব্যক্তিজীবনে বিজ্ঞানের যথাযথ ব্যবহার দরকার, যেন আমরা আমাদের দৈনন্দিন সমস্যাগুলো সহজে সমাধান করতে পারি। শুধু পাঠ্যবইয়ের জ্ঞানেই সন্তুষ্ট না হয়ে, জীবনের অভিজ্ঞতা থেকে বিজ্ঞানকে কাজে লাগাতে হবে। সমস্যার সমাধানে যতটুকু জ্ঞান প্রয়োজন, ততটুকু অর্জন করতে হবে, এবং তবেই আমরা সমাধান পেতে সক্ষম হবো।
বিজ্ঞানের আলোয় আলোকিত সমাজ গড়ার উদ্দেশ্যে আয়োজিত এই সম্মেলনে, বিশেষ করে সমাজের অন্ধকার দিকগুলি দূর করতে বিজ্ঞানের ভূমিকা নিয়ে বিশদভাবে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, আমাদের ব্যক্তিগত জীবন এবং সামাজিক জীবন উভয় ক্ষেত্রেই বিজ্ঞানের সহায়তা প্রয়োজন। তাই বিজ্ঞানের আলোয় সমাজকে আলোকিত করে আমাদের জীবনে সুখ এবং সমাধান আনতে হবে।
এছাড়া, শ্রেষ্ঠা শাকিরা বিজ্ঞান ক্লাবের দীর্ঘ এক যুগের কার্যক্রমের সফলতা এবং লক্ষ্য নিয়ে আলোচনা করা হয়। ক্লাবটি এক যুগ ধরে নিরবে নিভৃতে সমাজের কল্যাণে কাজ করে যাচ্ছে। ক্লাবের সদস্যরা সমাজের নানা ক্ষেত্রে বিজ্ঞানের প্রয়োগ এবং তার ইতিবাচক ফলাফল নিয়ে নিরলসভাবে কাজ করছে। সবার প্রত্যাশা, এই প্রতিষ্ঠান সমাজে আলোকিত সমাজ গড়ার ক্ষেত্রে আরও উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।
সম্মেলনে উপস্থিত আলোর বন্ধুরা তাদের মতামত প্রদান করেন এবং ভবিষ্যতে বিজ্ঞান নিয়ে আরও কার্যক্রম পরিচালনা করার পরিকল্পনার কথা বলেন।
কেকে/এএম