মোছা. লিপি আক্তারকে সভাপতি এবং মোছা. মুসলিমা আক্তার লিপাকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল ডোমার সদর ইউনিয়নে ৫১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (৬ ডিসেম্বর) বিকালে ডোমার উপজেলা বিএনপি কার্যালয়ে কমিটি গঠন উপলক্ষে উপজেলা মহিলা দলের উদ্যোগে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সদর ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুহুল আমিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি রেয়াজুল ইসলাম কালু। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আখতারুজ্জামান সুমন প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন।
এ সময় উপজেলা মহিলা দলের সভাপতি আসমাতারা লাকী ও সাধারণ সম্পাদক শাহানারা বেগম বিথী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
প্রধান বক্তা আখতারুজ্জামান সুমন বলেন, ডোমার-ডিমলার কৃতি সন্তান এবং মাটি ও মানুষের নেতা ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের হাতকে শক্তিশালী করতে সকলকে এক হয়ে কাজ করতে হবে। আগামীতে আমরা তুহিন ভাইকে মন্ত্রী হিসেবে দেখতে চাই, তাই দলের সকলকে নিরলসভাবে কাজ করে তুহিন ভাইকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করতে হবে। তুহিন ভাই নির্বাচিত হলে এলাকার উন্নয়ন হবে।
প্রধান অতিথি রেয়াজুল ইসলাম কালু বলেন, আমাদের নেতা তুহিন ভাইয়ের হাত শক্তিশালী করতে মহিলা দলের সকলকে এক হয়ে কাজ করতে হবে। তিনি আরও বলেন, দেশের উন্নয়ন হবে বিএনপির হাত ধরেই।
আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে সদর ইউনিয়ন মহিলা দলের ৫১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কেকে/এএম