ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) অনুষ্ঠিত এক কর্মশালায় বিশেষজ্ঞরা বলেছেন, 'মিনিমালি ইনভেসিভ স্পাইন সার্জারি' মেরুদণ্ডের চিকিৎসায় বিপ্লব ঘটিয়েছে। এই পদ্ধতি রোগীদের দ্রুত আরোগ্য নিশ্চিত করে এবং সার্জারির জটিলতা কমায়।
শুক্রবার (৬ ডিসেম্বর) ঢামেকে 'নিউরো স্পাইন সোসাইটি অব বাংলাদেশ'-এর উদ্যোগে আয়োজিত দুইদিনব্যাপী ‘মিনিমালি ইনভেসিভ স্পাইন সার্জারি অ্যান্ড ক্যাডাভেরিক ওয়ার্কশপ’-এর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন বিশেষজ্ঞরা।
অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশে প্রায় ৪০-৫০ শতাংশ প্রাপ্তবয়স্ক মেরুদণ্ডের ব্যথায় ভোগেন। ৫০ বছরের বেশি বয়সীদের মধ্যে ৬০-৭০ শতাংশের এ সমস্যা রয়েছে।
বক্তারা জানান, মেরুদণ্ডের বিভিন্ন সমস্যা যেমন ডিস্ক সমস্যার কারণে স্নায়ু চেপে যাওয়া বা পিঠের ব্যথা শ্রমজীবী, গাড়িচালক ও অফিসকর্মীদের মধ্যে বেশি দেখা যায়।
বক্তারা বলেন, 'মিনিমালি ইনভেসিভ স্পাইন সার্জারিতে ছোট কাটার মাধ্যমে অপারেশন করা হয়। এতে রোগীর কম ব্যথা হয়, রক্তক্ষরণ কম হয়, এবং সংক্রমণের ঝুঁকি অনেক কমে। এ পদ্ধতিতে লেজার, ছোট ক্যামেরা এবং অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহার করা হয়।
ঢামেকের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. কামরুল আলম বলেন, এই পদ্ধতি বাংলাদেশে চিকিৎসার ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি করেছে। ডাক্তারদের দক্ষতা বৃদ্ধিতে এই কর্মশালা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আয়োজক কমিটির চেয়ারম্যান ডা. মো. জাহিদ রায়হান বলেন, নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে দেশের জনগণকে মিনিমালি ইনভেসিভ স্পাইন সার্জারি পদ্ধতির সুফল দেওয়াই আমাদের লক্ষ্য।
কর্মশালায় মালয়েশিয়া ও সিঙ্গাপুরের বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেন। বাংলাদেশের ১৫০ জন চিকিৎসক এতে উপস্থিত ছিলেন। চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধির এই উদ্যোগকে মাইলফলক হিসেবে উল্লেখ করেন অংশগ্রহণকারীরা।
কেকে/এএম