গাজীপুরের টঙ্গীতে অবৈধভাবে পরিচালিত ইন্টারনেট ব্যবসায় বাঁধা দেওয়ায় শাকিল (২৩) নামে এক যুবককে মারধর করে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে।
শুক্রবার (৬ ডিসেম্বর) দুপুরে টঙ্গীর মিলগেট নিশাত মহল্লায় এ ঘটনা ঘটে। এই ঘটনায় ৪ জনকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগীর মা লাকী বেগম।
অভিযোগ সূত্রে জানা যায়, নিশাত মহল্লার বাসিন্দা শাকিল স্থানীয় ফোর স্টার নামক একটি ইন্টারনেট সংযোগ প্রদানকারী প্রতিষ্ঠানে কাজ করতেন। অভিযুক্ত মুক্তার ওই প্রতিষ্ঠানের লাইন কেটে অবৈধভাবে অন্য প্রতিষ্ঠানের সংযোগ প্রদান করছিল। এতে বাঁধা দেওয়ায় মুক্তার তার দলবল নিয়ে ভুক্তভোগীর বাড়িতে হামলা চালায়। একপর্যায়ে শাকিলকে বাড়ির পাশে পেয়ে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে মারধর করে গুরুতর জখম করে। তারা শাকিলের সাথে থাকা ৩২ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং ভুক্তভোগীর বাসা থেকে তার স্ত্রীর স্বর্ণালংকারও ছিনিয়ে নেয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন।
টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ ইসকান্দর হাবীবুর রহমান জানান, থানায় লিখিত অভিযোগ পেয়ে তদন্ত শুরু করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
কেকে/এএম