“সচেতন অভিভাবকের যুক্তি, মাদক থেকে মুক্তি” স্লোগান নিয়ে পিরোজপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেল ৩টায় মধ্যরাস্তা যুবসংঘের আয়োজনে পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সালাম বাতেন, ফুটবল টুর্নামেন্ট কমিটির সভাপতি মো. আসলাম শেখ, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান শেখ রুবেল এবং মধ্যরাস্তা যুব সংঘের সদস্যবৃন্দ। এছাড়া, ফুটবলপ্রেমী দর্শকরা খেলা দেখতে উপস্থিত ছিলেন।
এই টুর্নামেন্টে ৮টি দল অংশ নিলেও উদ্বোধনী ম্যাচে শরণখোলা ক্রিয়া চক্র ফুটবল একাডেমি এবং ঝালকাঠি নুরুন্নবী ফুটবল একাডেমি মুখোমুখি হয়।
কেকে/এএম