মতবিনিময় সভায় জাতীয় নাগরিক কেন্দ্রীয় কমিটির সদস্য মনিরা শারমিননবলেন, তরুণ নেতৃত্ব না আসলে বাংলাদেশের প্রকৃত উন্নয়ন হবে না। আমরা থানা সহ বিভিন্ন পর্যায়ে কমিটি গঠন করবো যাতে তরুণরা তৃনমুল থেকে রাজনৈতিকভাবে সবাইকে সচেতন করতে পারবে। এই রাজনীতি কোনো চাঁদাবাজদের হাতে তুলে দেওয়া যাবে না।যারা আগামীতে চলনবিলের নদী খাল দখল করবে তাদের কে রাজনৈতিক ভাবে অসহযোগিতা করা হবে। আমরা বুলেটের ভয় পাইনি, আমাদের ব্যালটের ভয় দেখিয়ে লাভ নেই।
জাতীয় নাগরিক কমিটি কেন্দ্রীয় কমিটির সদস্য তাহসিন রিয়াজ বলেন, ফ্যাসিবাদের সম্পূর্ণ বিলোপ এখনও ঘটেনি। ৫ তারিখের পর থেকে ফ্যাসিবাদেরনদোসররা বিভিন্ন ইস্যুতে দেশকে অস্থিতিশীল করতে পায়তারা করছে। আওয়ামী লীগ শাসনামলে সবচেয়ে বেশি হিন্দু নির্যাতন হয়েছে, এইসবের জবাব তো ভারত কখনো চায়নি। যারা এইসব ইস্যুতে ষড়যন্ত্র করছে তাদের ফাঁসির কাষ্ঠে ঝুলাতে হবে। ছাত্র আন্দোলনে হাজার ছাত্র জনতা জীবন দিয়েছে চাঁদাবাজির জন্য নয়। আমাদের সাথে কারো শত্রুতা নাই, তবে দুর্নীতি, চাঁদাবাজির ব্যাপারে কোন আপোষ নাই।
জাতীয় নাগরিক কমিটি কেন্দ্রীয় কমিটির সদস্য সাঈদ মোস্তাফিজ বলেন, ছাত্র আন্দোলনে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের ভূমিকা অত্যন্ত নিন্দনীয়। তার এই ভূমিকাতে নাটোরবাসী লজ্জিত। তার লোক দেখানো উন্নয়নে সব অপকর্ম ধামাচাপা ই থাকতো। আমরা চাই তরুণরা রাজনীতিতে যুক্ত হোক। বাংলাদেশে আমরা সম্প্রীতি বজায় রেখে সকল ধর্মের মানুষ ঐক্যবদ্ধ থাকব। আমরা ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলব ফ্যাসিবাদের বিরুদ্ধে।
অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত নাটোরের তৌফিক নিয়াজ,সৈয়দ মিলন, শিশির, রবিন আহমেদ তামিম উপস্থিত ছিলেন।
কেকে/ এইচএস