চট্টগ্রাম
নগরীর হালিশহর এলাকায় সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র আব্দুস সবুর লিটনের
গোডাউনে দু’দফা অভিযান চালিয়ে সিগারেট তৈরির বিপুল পরিমাণ উপকরণ জব্দ করা
হয়েছে।
বৃহস্পতিবার বিকালে (১৭ অক্টোবর) ও শুক্রবার (১৮ অক্টোবর) দুপুরে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) একটি টিম এই অভিযান পরিচালনা করে।
বৃহস্পতিবারের
অভিযানে জব্দ করা হয় ৩ কোটি ৩৭ লাখ ৫০ হজার পিস সিগারেট স্ট্যাম্প, ১
হাজার ৭৩৬ রোল সিগারেট পেপার, একটি সিসিটিভি। এসব জব্দ পণ্য চট্টগ্রাম
কাস্টম হাউসের গুদামে জমা করা হয়েছে।
শুক্রবার
দুপুর ২টার দিকে ফের অভিযান শুরু করে এনবিআর টিম। শুক্রবার সন্ধ্যা সোয়া
৬টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত অভিযান চলছিল। এ সময় নগরীর হালিশহর এলাকার
রামপুর ওয়ার্ডের নয়া বাজার, ধোয়াপাড়া, আমতলসহ একাধিক গোডাউনে অভিযান চালানো
হয়। এ সময় বিপুল পরিমাণ অবৈধ ব্যান্ডরোল জব্দ করা হয়।
কাস্টম
গোয়েন্দা ও তদন্ত অধিদফতর চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক আয়েশা
সিদ্দিকা বলেন, হালিশহর রঙ্গিপাড়া রমনা আবাসিক গলির একটি বাসায় যৌথ অভিযান
চালিয়ে অবৈধ পণ্যগুলো জব্দ করা হয়।
এই বাসাটি সাবেক ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সবুর লিটনের ভাই আব্দুল মান্নান
খোকনকে ভাড়া প্রদান করা হয় বলে বাড়ির মালিক ফরিদুল আলম মেহেদী জানান।
অভিযানের সময় মান্নানকে পাওয়া যায়নি।
এদিকে
হালিশহর এলাকার বিভিন্ন গোডাউনে শুক্রবার দুপুর ২টা থেকে আবার অভিযান শুরু
করে এনবিআর টিম। এসময় বিভিন্ন গোডাউনে তল্লাশি চালিয়ে অবৈধ পণ্য জব্দ করা
হয়।
এ
ব্যাপারে হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান
বলেন, চট্টগ্রাম কাস্টমস ভ্যাট গোয়েন্দাদের একটি দল শুক্রবার দুপুর ২টা
থেকে অভিযান চালাচ্ছে। পুলিশের একটি টিম তাদের সহায়তা করছে। সেখানে
গোডাউনের ভেতর থেকে সিগারেটের ব্যান্ড রোলসহ নানা মালামাল জব্দ করা হয়।