জনপ্রিয় অভিনেত্রী তানজিকা আমিন দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেছেন। আজ (৬ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বেইলি রোডে তার বাসায় ঘনিষ্ঠ আত্মীয়স্বজনদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।
তানজিকার স্বামী সাইফ বাসুনিয়া একজন অস্ট্রেলিয়া প্রবাসী। তিনি দীর্ঘ ২৫ বছর ধরে সিডনিতে বসবাস করছেন। ২০১৮ সালে তাদের পরিচয় থেকে বন্ধুত্ব গড়ে ওঠে, যা পরিণয় পর্যন্ত গড়ায়।
তানজিকা জানান, সঠিক সময় এবং সঠিক মানুষের দেখা পেয়ে তিনি নতুন জীবন শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন। বিয়ের পরও তিনি অভিনয় চালিয়ে যাবেন এবং কিছুদিন বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে যাতায়াত করতে হবে।
উল্লেখ্য, তানজিকার এটি দ্বিতীয় বিয়ে। এর আগে তিনি স্থপতি এনামুল করিম নির্ঝরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন। তবে তাদের সেই সংসার দীর্ঘস্থায়ী হয়নি।
বিয়ের আনুষ্ঠানিকতা শেষে চলতি মাসের মধ্যেই বিবাহোত্তর অন্যান্য আয়োজন সম্পন্ন করার কথা জানিয়েছেন তানজিকা। তিনি অভিনয়কে নিজের প্রাণের জায়গা হিসেবে উল্লেখ করে জানান, বিয়ের পরও তিনি তার কর্মজীবন অব্যাহত রাখবেন।
কেকে/এএম