ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন এক দিনের সিরিজে সাকিব আল হাসানের ফেরার গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত তাকে ছাড়াই দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ড জানিয়েছে, সাকিব বর্তমানে খেলার উপযুক্ত মানসিক অবস্থায় নেই।
এদিকে, সাকিবের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলা নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা। চিটাগং কিংসের মালিক সামির কাদের চৌধুরী গণমাধ্যমে জানান, সাকিব এখনো তার দেশে ফেরার ব্যাপারে কোনো সুনির্দিষ্ট বার্তা দেননি। সামির বলেন, উনি এখনও দেশে ফেরার বিষয়ে কিছু বলেননি। আমরা আশাবাদী, তবে এটা পরিস্থিতির ওপর নির্ভর করছে।
সাকিব না থাকলে দল গঠনে চ্যালেঞ্জের মুখে পড়বে চিটাগং কিংস। সামির বলেন, বাঁহাতি স্পিনার কম থাকায় আমাদের জন্য সমস্যা হতে পারে। স্থানীয় বাঁহাতি স্পিনার খুঁজতে হবে।
সাকিবের অনুপস্থিতি প্রসঙ্গে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, সাকিবের বিষয়টি বোর্ডের সঙ্গে সরাসরি সম্পর্কিত নয়। এটি আইনশৃঙ্খলা বাহিনী ও আদালতের বিষয়। পরিস্থিতি স্বাভাবিক হলে সাকিবের খেলা দেখার আশা রাখি।
সাকিবের বিপিএল বা আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো অনিশ্চিত। দেশ ও ক্লাব ক্রিকেটে তার অনুপস্থিতি সমর্থকদের পাশাপাশি ক্রিকেট অঙ্গনে উদ্বেগ সৃষ্টি করেছে।
কেকে/এএম