ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নে যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের উদ্যোগে নতুন দলীয় কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে বানিয়াচং মোড়ে এ উপলক্ষে এক কর্মী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপস। শ্যামগ্রাম ইউনিয়ন যুবদল সভাপতি শফিকুল ইসলাম শফিকের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান বক্তা ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপির প্রবীণ নেতা ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আনিছুর রহমান মঞ্জু, সাবেক উপজেলা যুবদল সভাপতি মফিজুর রহমান মুকুলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি কাজী নাজমুল হোসেন তাপস বলেন, দলের নেতা-কর্মীরা হত্যা, গুম, মামলা ও ষড়যন্ত্রের বিরুদ্ধে দীর্ঘ সংগ্রাম চালিয়ে গেছে। এখন স্বাধীনভাবে কথা বলার সময় এসেছে। তবে দলকে আরও শক্তিশালী করতে হলে সাধারণ মানুষের আস্থা অর্জন করতে হবে।
তিনি আরও বলেন, দলীয় কার্যক্রম সঠিকভাবে পরিচালনার মাধ্যমে গণমানুষের আস্থা অর্জন করে বিএনপিকে আরও শক্তিশালী করতে হবে।
অনুষ্ঠানে শ্যামগ্রাম ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক সোহেল ইকবাল ও ইব্রাহীম আজাদ যৌথ সঞ্চালনা করেন।
সভায় বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতা-কর্মীসহ স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান করেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আউলাদ হোসেন।
এই উদ্বোধনী অনুষ্ঠান দলীয় ঐক্য ও কার্যক্রমকে ত্বরান্বিত করার অঙ্গীকার ব্যক্ত করে সফলভাবে শেষ হয়।
কেকে/এএম