সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) খুলনা বিভাগের শিক্ষার্থীদের আঞ্চলিক সংগঠন ‘ম্যানগ্রোভ অ্যাসোসিয়েশন’র ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন।
অনুষ্ঠানের প্রথমে স্বাগত বক্তব্য নিয়ে আসেন সংগঠনটির সাধারণ সম্পাদক আশিক কুমার। এরপর নবীন শিক্ষার্থীদের ক্রেস্ট দিয়ে বরণ করে নেয় আমন্ত্রিত অতিথিরা। পরে সংস্কৃতিক সন্ধ্যায় শিক্ষার্থীরা অংশ নেয় কবিতা আবৃত্তি, আঞ্চলিক গান ও বিতর্ক ‘আমার জেলায় সেরা’ প্রতিযোগিতায়।
অনুষ্ঠানে অংশ নিয়ে নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্য কোষাধ্যক্ষ অধ্যাপক মো. ইসমাইল হোসেন বলেন, যারা নতুন ভর্তি হয়েছ মা-বাবা যে স্বপ্ন নিয়ে বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছে সেই লক্ষ্যে কাজ করবে। এই সময়টাকে নিজেদের জন্য কাজে লাগানোর সর্বোচ্চ প্রচেষ্টা করবে। এমন যেন না হয় ম্যানগ্রোভের কোনো শিক্ষার্থীর আর্থিক সংকটে পড়ালেখা বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীদের যেকোনো সমস্যায় তাদের পাশে দাঁড়ানোর মানসিকতা নিয়ে ম্যানগ্রোভ কাজ করবে এই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
এ সময় সংগঠনটির প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. সাবিনা ইসলাম নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্য দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
সংগঠনটির সভাপতি মো. মিনহাজুল ইসলাম বলেন, ম্যানগ্রোভ শুধুমাত্র একটি আঞ্চলিক সংগঠন নয়। এটি দক্ষিণ-পূর্বাঞ্চলের শিক্ষার্থীদের কাছে আবেগের নাম। নবীন শিক্ষার্থীরা যখন নতুন পরিবেশে এসে নিজেদের খাপ নিতে পারে না ম্যানগ্রোভ তখন ঐসব শিক্ষার্থীদের নিজেদের পরিবারের অংশ করে নেয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মো. বেলাল হোসেন শিকদার, বেগম ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রী হলের প্রভোস্ট ড. সালমা আক্তার, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলোজি বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. আব্দুল্লাহ আল মামুন, সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো. মিজানুর রহমান প্রমুখ।
কেকে/এএম