অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারতকে হারাতে দেশবাসীর কাছে দোয়া চাইলেন জুনিয়র টাইগার অধিনায়ক আজিজুল হাকিম তামিম। এর আগে প্রথম সেমিফাইনালে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছিলো বাংলাদেশ। সাতবারের চ্যাম্পিয়ন ভারত ফাইনালে তাদের প্রতিপক্ষ। ভারতকে হারিয়ে দ্বিতীয় শিরোপা ঘরে তুলতে নিজেদের সেরাটা দেওয়ার প্রত্যয় জানিয়েছেন অধিনায়ক আজিজুল হাকিম তামিম।
শুক্রবার (৬ ডিসেম্বর) পাকিস্তানের সঙ্গে ম্যাচ শেষ হওয়ার পর বিসিবির পাঠানো ভিডিও বার্তায় তিনি বলেন, ফাইনালে আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করব। আমরা সর্বশক্তি নিয়ে মাঠে নামবো ইনশাআল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া ও সমর্থন করবেন।
এদিন আগে ব্যাট করতে নেমে বাংলাদেশকে ১১৭ রানের সহজ লক্ষ্য দেয় পাকিস্তান। জবাব দিতে নেমে ১৬৭ বল এবং ৭ উইকেট হাতে থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় জুনিয়র টাইগাররা। ৪২ বলে ৬১ রানের ইনিংস খেলে দলকে জয়ের পথে নিয়ে যান তামিম।
ওই ম্যাচে নিজের এই গুরুত্বপূর্ণ ইনিংস নিয়ে তামিম বলেন, আজকে আমরা ম্যাচ জিতেছি বলে ভালো লাগছে। আল্লাহর রহমতে সবকিছু আমাদের পক্ষে ছিলো। বোলাররা সবাই অনেক ভালো করেছে। বিশেষ করে ইমন, মারুফ, আরও যারা আছে। ওরা অনেক ভালো বল করেছে। এর মাধ্যমে ১১৬ রানে অলআউট করতে পেরেছি।
তিনি আরও জানান, ‘ওদের কাছে বার্তা ছিলো, আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাব। যে ভুলগুলো করে এসেছি, সেগুলো কমাবো। আমরা সেটা করে দেখিয়েছি। আজকে যে ইনিংসটা আমি খেলেছি, ভালো লাগছে। দলের জন্য জিতেছি, দেশের জন্য জিতেছি খুব ভালো লাগছে।’
কেকে/এআর