নোয়াখালী সোনাইমুড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় মিথ্যা গুজব রটানোর প্রতিবাদে উপজেলা বিএনপি'র নেতৃবৃন্দ সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা, সোনাইমুড়ী উপজেলা প্রেসক্লাবে, সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
শুক্রবার (৬ ডিসেম্বর) রাত ৮টায় উপজেলা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কুতুব উদ্দিন সানি সাংবাদিকদের জানান, তার বিরুদ্ধে পরিকল্পিত ভাবে নিলামহাট আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে, তার নাম ব্যবহার করে, একটি কুচক্রী মহল দুই লক্ষ টাকা চাঁদাদাবী করে, এবং বিভিন্ন ফেসবুক পেইজ থেকে তার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচার করে। এতে তিনি সহ তার দলের সুনাম ক্ষুন্ন হয়েছে বলে সানী জানান।
উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন সানী আরো বলেন, ২নং নদনা ইউনিয়ন, নিলামহাট আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর উল্যার একটি লিখিত অভিযোগকে পুঁজি করে 'প্রধান শিক্ষকের কাছে বিএনপি নেতার চাঁদাবাজি' শিরোনামে ৬/১২/২০২৪ ইং তারিখে একাধিক বিভিন্ন ভুয়া ফেসবুক পেজ থেকে, মিথ্যা সংবাদ প্রচার করা হয়। তবে প্রধান শিক্ষক জাফর উল্যা সংবাদকর্মীদের জানান, তার কাছে কেউ চাঁদাদাবী করেননি, এবং এবিষয়ে আমি কারো কাছে কোন অভিযোগ করিনি। কিন্তু তিনি জানান, গত কিছুদিন আগে সানি সাহেবের সাথে, স্কুল প্রতিষ্ঠান এর অবকাঠোমোগত উন্নয়নমূলক কর্মকাণ্ডের বিষয়ে প্রতিষ্ঠানের সাথে ভুল বুঝাবুঝি হয়েছে, তাই আমি না জেনে, জেলা বিএনপি'র কমিটির কাছে একটি অভিযোগ দিয়েছি। পরে আমি বিষয়টি ভুল বুঝতে পেরে অভিযোগটি প্রত্যাহার করে নিয়েছি, এবং ভুল স্বীকার করে প্রতিষ্ঠানের পক্ষ থেকে ক্ষমা চেয়েছি। তবে অভিযোগ প্রত্যাহার হলেও কে বা কারা উদ্দেশ্য প্রনোদিত ভাবে প্রতিহিংসা মূলক, কয়েকটি ফেসবুক পেইজ থেকে মিথ্যা তথ্য ও গুজব ছড়াচ্ছে।
এছাড়া, তিনি উপজেলার কর্মরত সাংবাদিক মহলের দৃষ্টি আকর্ষণ করে এই ধরনের মিথ্যা সংবাদ গুজব যাতে প্রচার না করে, তার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
এসময় সংবাদ সম্মেলনে সোনাইমুড়ী উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সোনাইমুড়ী প্রেসক্লাব, সোনাইমুড়ী উপজেলা প্রেসক্লাবসহ উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
কেকে/এমএস