শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫,
২৭ পৌষ ১৪৩১
বাংলা English

শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫
শিরোনাম: ক্রীড়াঙ্গনকেও দলীয়করণ করেছিল আ. লীগ: মির্জা ফখরুল      গাজায় নিহতের সংখ্যা ৪৬ হাজার ছাড়ালো       গণঅভ্যুত্থানে নিহত অজ্ঞাত ৬ মরদেহের সন্ধান      নির্বাচনই সংস্কারের প্রথম ধাপ: আমীর খসরু      পলাতক ওসি শাহ আলমকে গ্রেফতারে সারাদেশে রেড অ্যালার্ট জারি      ক্ষমতার অসুস্থ প্রতিযোগিতায় বাড়ছে রাজনৈতিক অনৈক্য      বাড়তি ব্যয় চাপছে ভোক্তার ঘাড়ে, ক্ষুব্ধ ব্যবসায়ীরাও      
গ্রামবাংলা
ফেনী যেন আর ব্যক্তি বা দলগত সন্ত্রাসের কাছে জিম্মী না হয়: মজিবুর রহমান মঞ্জু
জোবায়ের হোসেন, ফেনী
প্রকাশ: শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪, ১:২৪ পিএম  (ভিজিটর : ৮৯)
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সন্ত্রাসের জনপদ হিসেবে ফেনীর যে দুর্নাম তৈরী হয়েছে তা ঘুঁচাতে হবে। ফেনী যেন আর কোন ব্যক্তি বা দলগত সন্ত্রাসের কাছে জিম্মী না হয় তার জন্য সবাইকে এক যোগে কাজ করার আহব্বান জানান এবি পার্টির সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু।

শনিবার (৭ ডিসেম্বর) ফেনীতে জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠান ‘মিট দ্য প্রেস’এ এই আহ্বান জানান এবি পার্টির (আমার বাংলাদেশ পার্টি) সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু। নিজ নির্বাচনী আসন ফেনী শহরে দলের পক্ষ থেকে প্রথম গণসমাবেশ উপলক্ষ্যে সফরকালে সকাল ১১ টায় তিনি এই মতবিনিময়ে অংশ নেন। দলের যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদও এতে বক্তব্য রাখেন। এবিপার্টি ফেনী জেলা কমিটির সদস্যসচিব অধ্যাপক ফজলুল হক'র সঞ্চালনায় অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় ফেনীতে কর্মরত সর্বস্তরের গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

মজিবুর রহমান মঞ্জু বলেন, স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের পর থেকে নানা ষড়যন্ত্র ও দু:শাসনের যাঁতাকলে স্বাধীনতা-সার্বভৌমত্ব বার বার হুমকির মুখে পড়লেও মুক্তিকামী মানুষ কখনোই তা মেনে নেয়নি। যুগে যুগে বিপ্লবীদের জন্ম হয়েছে এবং তাদের আত্মদান ও সংগ্রামে বাংলাদেশ প্রতিবারই ঘুরে দাঁড়িয়েছে। আমাদের বিশ্বাস কাঙ্খিত সংস্কারের পথ ধরে বাংলাদেশ ভবিষ্যতে একটি গণতান্ত্রিক ভিতের উপর দাঁড়াতে পারবে এবং ফ্যাসিবাদী শাসন ফিরে আসার পথ চিরতরে রুদ্ধ হবে। তিনি সন্ত্রাসের জনপদ হিসেবে ফেনীর যে দুর্নাম তৈরী হয়েছে তার জন্য দু:খ ও হতাশা প্রকাশ করে বলেন; জাতির কাছে ফেনীর পরিচিতি পাওয়া উচিত ছিল শুভপুর ও বিলোনিয়া যুদ্ধের বীরত্বগাঁথায়। ফেনী যেন আর কোন ব্যক্তি বা দলগত সন্ত্রাসের কাছে জিম্মী না হয় তার জন্য সবাইকে এক যোগে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন; বিপ্লবী সমসের গাজীর রক্ত আমাদের শরীরে আছে বলেই ভাষা শহীদ আব্দুস সালাম, শহীদ সালাউদ্দিন মমতাজ এর মত বীরের ফেনীতে বার বার জন্ম নিয়েছে। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ফেনীতে যে সকল সংগ্রামী ছাত্র-জনতা জীবন উৎসর্গ করে দেশকে হায়েনা শাসন থেকে মুক্ত করেছে তাদের স্মৃতি রক্ষায় ফেনীতে তাদের নামে পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও মেমোরিয়াল হাসপাতাল করার জোর দাবি জানান তিনি।

ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, নাগরিকদের অধিকার নিশ্চিত করার রাজনীতি ও সমস্যা সমাধান মূলক কর্মসূচি দিয়ে এবি পার্টি জনগণের সমর্থন আদায়ে বিশ্বাসী। ব্যক্তি ও পরিবারতান্ত্রিক রাজনীতি হিংসা এবং বিভেদের যে বীজ বপন করেছে তা থেকে মুক্ত হওয়ার অভিপ্রায় নিয়েই জুলাই বিপ্লব হয়েছে। তিনি বিপ্লবের ফসল ঘরে তুলতে জাতীয় ঐকমত্য সৃষ্টির উপর গুরুত্বারোপ করেন। বহিঃশত্রুর আক্রমণের হুমকির প্রেক্ষিতে ফেনীতে একটা সেনাবাহিনী ক্যান্টমেন্ট স্থাপন জনদাবীতে পরিণত হয়েছে এবং এবি পার্টি এ দাবীর সাথে একাত্মতা পোষণ করে৷ ভাটির বাঘ, ফেনীর কৃতি সন্তান, ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম নায়ক শমসের গাজীর ইতিহাসকে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার দাবী জানান তিনি৷

মিট দ্য প্রেসে এবি পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য প্রকৌশলী শাহ আলম বাদল, ফেনী জেলা আহ্বায়ক মাস্টার আহসান উল্লাহ সহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

কেকে/এমএস
আরও সংবাদ   বিষয়:  মজিবুর রহমান মঞ্জু   এবি পার্টি   ফেনী  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

খুলনাকে হেসেখেলে হারাল রাজশাহী
মন্দিরের দরজা ভেঙে প্রতিমাসহ স্বর্ণের মুকুট চুরি
ক্রীড়াঙ্গনকেও দলীয়করণ করেছিল আ. লীগ: মির্জা ফখরুল
ক্যান্সারে পা হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন নুর আলম
গাজায় নিহতের সংখ্যা ৪৬ হাজার ছাড়ালো

সর্বাধিক পঠিত

নিপুণকে সিলেট বিমানবন্দর থেকে ফিরিয়ে দিল পুলিশ
জাল টাকার নোট দিয়ে পান-সিগারেট কিনতে গিয়ে আটক যুবক
পালিয়েছে গ্রেফতারকৃত সাবেক ওসি শাহ আলম
বিদ্যুৎ না থাকলেও মিটারে বেশি বিল আসার কারণ জানাল বিএন্ডটি
বেরোবিতে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, সাংবাদিকসহ আহত ৪

গ্রামবাংলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝