সন্ত্রাসের জনপদ হিসেবে ফেনীর যে দুর্নাম তৈরী হয়েছে তা ঘুঁচাতে হবে। ফেনী যেন আর কোন ব্যক্তি বা দলগত সন্ত্রাসের কাছে জিম্মী না হয় তার জন্য সবাইকে এক যোগে কাজ করার আহব্বান জানান এবি পার্টির সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু।
শনিবার (৭ ডিসেম্বর) ফেনীতে জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠান ‘মিট দ্য প্রেস’এ এই আহ্বান জানান এবি পার্টির (আমার বাংলাদেশ পার্টি) সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু। নিজ নির্বাচনী আসন ফেনী শহরে দলের পক্ষ থেকে প্রথম গণসমাবেশ উপলক্ষ্যে সফরকালে সকাল ১১ টায় তিনি এই মতবিনিময়ে অংশ নেন। দলের যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদও এতে বক্তব্য রাখেন। এবিপার্টি ফেনী জেলা কমিটির সদস্যসচিব অধ্যাপক ফজলুল হক'র সঞ্চালনায় অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় ফেনীতে কর্মরত সর্বস্তরের গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
মজিবুর রহমান মঞ্জু বলেন, স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের পর থেকে নানা ষড়যন্ত্র ও দু:শাসনের যাঁতাকলে স্বাধীনতা-সার্বভৌমত্ব বার বার হুমকির মুখে পড়লেও মুক্তিকামী মানুষ কখনোই তা মেনে নেয়নি। যুগে যুগে বিপ্লবীদের জন্ম হয়েছে এবং তাদের আত্মদান ও সংগ্রামে বাংলাদেশ প্রতিবারই ঘুরে দাঁড়িয়েছে। আমাদের বিশ্বাস কাঙ্খিত সংস্কারের পথ ধরে বাংলাদেশ ভবিষ্যতে একটি গণতান্ত্রিক ভিতের উপর দাঁড়াতে পারবে এবং ফ্যাসিবাদী শাসন ফিরে আসার পথ চিরতরে রুদ্ধ হবে। তিনি সন্ত্রাসের জনপদ হিসেবে ফেনীর যে দুর্নাম তৈরী হয়েছে তার জন্য দু:খ ও হতাশা প্রকাশ করে বলেন; জাতির কাছে ফেনীর পরিচিতি পাওয়া উচিত ছিল শুভপুর ও বিলোনিয়া যুদ্ধের বীরত্বগাঁথায়। ফেনী যেন আর কোন ব্যক্তি বা দলগত সন্ত্রাসের কাছে জিম্মী না হয় তার জন্য সবাইকে এক যোগে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন; বিপ্লবী সমসের গাজীর রক্ত আমাদের শরীরে আছে বলেই ভাষা শহীদ আব্দুস সালাম, শহীদ সালাউদ্দিন মমতাজ এর মত বীরের ফেনীতে বার বার জন্ম নিয়েছে। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ফেনীতে যে সকল সংগ্রামী ছাত্র-জনতা জীবন উৎসর্গ করে দেশকে হায়েনা শাসন থেকে মুক্ত করেছে তাদের স্মৃতি রক্ষায় ফেনীতে তাদের নামে পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও মেমোরিয়াল হাসপাতাল করার জোর দাবি জানান তিনি।
ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, নাগরিকদের অধিকার নিশ্চিত করার রাজনীতি ও সমস্যা সমাধান মূলক কর্মসূচি দিয়ে এবি পার্টি জনগণের সমর্থন আদায়ে বিশ্বাসী। ব্যক্তি ও পরিবারতান্ত্রিক রাজনীতি হিংসা এবং বিভেদের যে বীজ বপন করেছে তা থেকে মুক্ত হওয়ার অভিপ্রায় নিয়েই জুলাই বিপ্লব হয়েছে। তিনি বিপ্লবের ফসল ঘরে তুলতে জাতীয় ঐকমত্য সৃষ্টির উপর গুরুত্বারোপ করেন। বহিঃশত্রুর আক্রমণের হুমকির প্রেক্ষিতে ফেনীতে একটা সেনাবাহিনী ক্যান্টমেন্ট স্থাপন জনদাবীতে পরিণত হয়েছে এবং এবি পার্টি এ দাবীর সাথে একাত্মতা পোষণ করে৷ ভাটির বাঘ, ফেনীর কৃতি সন্তান, ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম নায়ক শমসের গাজীর ইতিহাসকে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার দাবী জানান তিনি৷
মিট দ্য প্রেসে এবি পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য প্রকৌশলী শাহ আলম বাদল, ফেনী জেলা আহ্বায়ক মাস্টার আহসান উল্লাহ সহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
কেকে/এমএস