ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যাকাণ্ডের বিচার ও ইসকন নিষিদ্ধের দাবিতে মুন্সীগঞ্জের গজারিয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে মুসল্লিরা।
শনিবার (৭ ডিসেম্বর) সকাল ১১টায় মুসলিম ঐক্য গজারিয়া উপজেলা শাখার উদ্যোগে ভবেরচর ওয়াজির আলী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রতিবাদ সভার আয়োজন করা হয়। প্রতিবাদ সভায় গজারিয়া উপজেলার বিভিন্ন গ্রাম ও মাদ্রাসা থেকে সহস্রাধিক মুসল্লি উপস্থিত ছিলেন। প্রতিবাদ সভা শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি ভবেরচর কলিম উল্লাহ কলেজ সড়ক ধরে ভবেরচর ঈদগাহ হয়ে পুনরায় সভাস্থলে এসে শেষ হয়।
প্রতিবাদ সভায় শাইখুল হাদিস আল্লামা হাসান ফারুকের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি মুজিবুর রহমান, মাওলানা আমান উল্লাহ, মাওলানা আব্দুস সালাম, মাওলানা জামাল উদ্দিন, মুফতি বেলাল হোসাইন, মুফতি সাইফুল ইসলাম, হাফেজ মাওলানা আল আমিন সরকার প্রমূখ।
তার বক্তব্যে যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি মুজিবুর রহমান বলেন, ইসকনের বিতর্কিত কর্মকাণ্ড ও ভারতীয় গণমাধ্যমের গুজব ছড়ানোর পিছনে কি কারণ তা আমরা জানি। পরাজিত শক্তি দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে কিন্তু আমরা তা হতে দিবো না। আওয়ামী লীগের যেকোনো অপতৎপরতা প্রতিরোধে দেশের ধর্মপ্রাণ মানুষের পাশে থাকবে বিএনপি।
কেকে/এমএস