ডেঙ্গুর প্রাদুর্ভাব ক্রমশ বাড়ছে। মৃত্যু এবং আক্রান্তের সংখ্যা পাল্লা দিয়ে বেড়ে চলেছে, যার ফলে হাসপাতালগুলোতে রোগীর সংখ্যাও বাড়ছে।
স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু সংক্রান্ত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি সপ্তাহে (শনিবার থেকে শুক্রবার পর্যন্ত) ডেঙ্গুতে ৩৬ জনের মৃত্যু হয়েছে এবং ৬ হাজার ৫৬৬ জন নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছর এখন পর্যন্ত মোট ৪৭,৪৬১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৪৩,৪১৫ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন, এবং ডেঙ্গুতে মোট ২৩৭ জনের মৃত্যু হয়েছে।
বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ড. আতিকুর রহমান জানান, ডেঙ্গু এখন আর শুধুমাত্র মৌসুমি রোগ নয়, এটি সারা বছরব্যাপী ঘটছে এবং বর্ষার সময় এর প্রকোপ আরও বাড়ে। ডেঙ্গু প্রতিরোধে মশা নিধনের পাশাপাশি সিটি করপোরেশনকে প্রতিটি এলাকায় সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করতে হবে।
কীটতত্ত্ববিদ ড. মনজুর চৌধুরী বলেন, মশা নিয়ন্ত্রণে শুধু জরিমানা এবং জনসচেতনতা বৃদ্ধি যথেষ্ট নয়। দক্ষ জনবল দিয়ে সঠিকভাবে জরিপ পরিচালনা করে কার্যকর ব্যবস্থা নিতে হবে।
উল্লেখ্য, ২০২৩ সালে বাংলাদেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা সর্বাধিক ছিল, যেখানে ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন আক্রান্ত হন এবং ১,৭০৫ জনের মৃত্যু হয়।
কেকে/এজে