পাবনার ঈশ্বরদীতে শীত জেঁকে বসেছে। শনিবার (৭ ডিসেম্বর) সকাল ৬টায় ঈশ্বরদীতে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াস, যা এ বছরের এখন পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা।গত কয়েকদিন ধরে ঈশ্বরদীসহ আশপাশের অঞ্চলে তাপমাত্রা ক্রমশ কমছে। সন্ধ্যার আগেই শীতল আবহাওয়া দৃশ্যমান হচ্ছে, এবং রাত বাড়ার সঙ্গে সঙ্গে কনকনে শীতের পাশাপাশি ঘন কুয়াশা চারপাশে ছড়িয়ে পড়ছে।
সকালে দেরিতে সূর্যের দেখা মেলায় মহাসড়ক এবং আঞ্চলিক সড়কগুলোতে দূরপাল্লার যানবাহন হেডলাইট জ্বালিয়ে চলতে বাধ্য হচ্ছে।
ঈশ্বরদী আবহাওয়া অফিসের সহকারী পর্যবেক্ষক মো. নাজমুল ইসলাম রঞ্জন জানান, আজকের তাপমাত্রা এ মৌসুমের সর্বনিম্ন হিসেবে রেকর্ড করা হয়েছে। সামনে তাপমাত্রা আরও কমতে পারে।
শীতের তীব্রতায় বিপর্যস্ত এই অঞ্চলের জনজীবন। তবে এই পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় প্রশাসন কোনো উদ্যোগ নিচ্ছে কি না, তা জানা যায়নি।
কেকে/এএম