বাংলা চলচ্চিত্রের অন্যতম সফল ও জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস সম্প্রতি এক অনুষ্ঠানে নারীদের প্রতি পুরুষদের অবহেলার বিষয়ে খোলামেলা কথা বলেন। তিনি বলেন, কিছু নারীও অবহেলিত হয় পুরুষের কাছেই। জীবন ভীষণ ছোট, কিন্তু কাজ করতে হবে প্রচুর। সেই কাজের মাধ্যমেই পৃথিবীর মানুষের মনে বেঁচে থাকতে হবে।
অপু বিশ্বাস মনে করেন, জীবনের প্রতিটি পদক্ষেপে নারীদের ঝড়-ঝাপটা আসতে পারে। তিনি বলেন, "সংসার জীবন বা নিজের জীবনে নারী হিসেবে যে কোনো ঝড় আসতেই পারে। আমাদের দায়িত্ব হলো সেই চ্যালেঞ্জগুলোকে সামলে এগিয়ে যাওয়া। এতে করে অন্য কেউ আমাদের থেকে কিছু শিখতে পারে। আমাদের সবার লক্ষ্য সেটাই হওয়া উচিত।
মা হওয়ার সংগ্রাম ও আনন্দের প্রসঙ্গে তিনি বলেন, মেয়েরা কতটা সংগ্রাম করে মা হয়, তা কেবল যারা মা হয়েছেন তারাই বুঝতে পারেন। এটা এমন এক অনুভূতি যা ভাষায় প্রকাশ করা যায় না।" অপু বিশ্বাস আরও যোগ করেন, "যখন প্রথমবার মা হয়েছিলাম, বিশ্বাস করতে পারিনি যে আমার সন্তান আমার শরীরের একটি অংশ। এটি অসাধারণ এক অভিজ্ঞতা, যা কেবল একজন মা-ই বুঝতে পারেন।
পুরুষদের অবদানের কথা স্বীকার করে তিনি বলেন, নারী এগিয়ে যায় পুরুষের সহযোগিতায়। আজকের অপু বিশ্বাস হতে পেরেছি একজন পুরুষের সান্নিধ্য, ভালোবাসা এবং দোয়ার কারণে।
২০০৬ সালে কোটি টাকার কাবিন সিনেমার মাধ্যমে অপু বিশ্বাস পরিচিতি পান। এর আগে তিনি আমজাদ হোসেন পরিচালিত কাল সকালে সিনেমায় পার্শ্ব চরিত্রে অভিনয় করেন। শাকিব খানের সঙ্গে তার জুটি বাংলা সিনেমায় নতুন মাত্রা যোগ করে।
সালমান শাহ ও শাবনূরের পর শাকিব-অপু জুটিই ছিল সমালোচকদের মতে সবচেয়ে সফল। ২০১৭ সাল পর্যন্ত তাদের জুটিতে ৭২টি সিনেমা মুক্তি পায়।
অপু বিশ্বাসের এই সংগ্রামী জীবন নারীদের জন্য অনুপ্রেরণার উৎস। তার জীবন দর্শন ও অভিজ্ঞতা সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে, বিশেষত নারীদের সামনের দিকে এগিয়ে যেতে।
কেকে/এএম