শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) নবাব
সিরাজ-উদ-দৌলা হল ডিবেটিং ক্লাবের আয়োজনে শুক্রবার অনুষ্ঠিত “২য় পলাশী
বিতর্ক যুদ্ধ ২৪”-এ চ্যাম্পিয়ন হয়েছে মেরিটাইম ইউনিভার্সিটি ডিবেটিং
সোসাইটি (MUDS)। দেশের বিভিন্ন প্রান্তের ১২টি বিশ্ববিদ্যালয়ের ১৬টি
বিতর্ক দল দিনব্যাপী এই প্রতিযোগিতায় অংশ নেয়।
মেরিটাইম
ইউনিভার্সিটির দল “MUDS প্রলয়”-এর সদস্য সাজিদ হোসাইন আদিব, নূর মোহাম্মদ
শুভ এবং ইতমাম হায়দার প্রতিযোগিতায় বিজয় অর্জন করেন। প্রতিযোগিতায়
ফাইনাল পর্বের শ্রেষ্ঠ বিতার্কিক হিসেবে পুরস্কৃত হন নূর মোহাম্মদ শুভ।
মেরিটাইম
ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সভাপতি সাজিদ হোসাইন আদিব বলেন, আমাদের
সবসময় ইচ্ছা ছিল বিশ্ববিদ্যালয়কে পুরো দেশের সামনে পরিচিত করানো। তারই
ধারাবাহিকতায় আমাদের বিভিন্ন আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায়
অংশগ্রহণ। এই ধরণের সাফল্য ভবিষ্যৎ এও বজায় থাকবে এই আশা করি। একাডেমিক
পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসগুলো করা যেকোনো সময়েই
চ্যালেঞ্জিং। তবে বুদ্ধিভিত্তিক এই চর্চা আমাদের সবসময় প্রত্যক্ষ বা
পরোক্ষভাবে সহযোগিতা করেছে। সফলতা ব্যর্থতার এই দৌড়ে আমরা বিশ্ববিদ্যালয়ের
জন্য একটি গৌরব আনতে পেরে আনন্দিত।
প্রতিযোগিতার
উদ্বোধনী অনুষ্ঠানে শেকৃবির উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ প্রধান
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এছাড়াও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড.
বেলাল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক আবুল বাশার এবং ডিবেট ফর ডিমোক্রেসি এর
চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ।
নবাব
সিরাজ-উদ-দৌলা হলের মুক্ত মঞ্চে অনুষ্ঠিত বিতর্কে সারাদিন জুড়ে বিভিন্ন
বিশ্ববিদ্যালয়ের দলগুলো যুক্তি-তর্কের মাধ্যমে নিজেদের অবস্থান তুলে ধরে।
প্রতিযোগিতাটি শেকৃবি ডিবেটিং সোসাইটির সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত হয়।
শেকৃবি ডিবেটিং ক্লাবের মডারেটর অধ্যাপক ড. মো. তাজুল ইসলাম চৌধুরী তুহিন
এবং সভাপতি কায়ুম কাফি ও সাধারণ সম্পাদক তৌহিদ আহম্মেদ আশিক অনুষ্ঠানে
উপস্থিত ছিলেন।
এ ধরনের
প্রতিযোগিতাগুলো ছাত্রদের যুক্তির চর্চা ও সমাজের বিভিন্ন ইস্যুতে সচেতনতা
বাড়াতে সহায়ক ভূমিকা পালন করে বলে জানান আয়োজকরা।
কেকে/এমআই