পিরোজপুরে জেলা পুলিশের উদ্যোগে ৫০৩ মসজিদে ওপেন হাউজ ডে পালিত হয়েছে। শুক্রবার (৬ ডিসেম্বর) পুলিশ সুপার পিরোজপুর শহরের কেন্দ্রীয় জামে মসজিদে বক্তব্য রাখেন। এছাড়া জেলার প্রতিটি মসজিদে পুলিশ সদস্যদের মাধ্যমে তিনি একটি লিখিত বার্তা পাঠান।
পিরোজপুরের পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের তার বক্তব্যে বলেন, জেলার প্রতিটি গ্রামকে মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, ইভটিজিং, বাল্যবিবাহ, টেন্ডারবাজি, কিশোরগ্যাং, অনলাইন জুয়া এবং নারী ও শিশুর প্রতি সহিংসতাসহ যে কোনো ধরনের অপরাধমুক্ত রাখতে আপনারা এলাকাবাসীরা সহায়তা করবেন।
পুলিশ সুপার বলেন, পিরোজপুরের ১২ লক্ষ নাগরিকের জন্য পিরোজপুর জেলাকে একটি নিরাপদ জেলা হিসাবে গড়ে তোলা হবে। এ জন্য পিরোজপুর বাসীর ঐকান্তিক সাহায্য কামনা করছি।
পিরোজপুর সদরের ৬৪টি, ইন্দুরকানীর ৬৫টি, নাজিরপুরের ৪৬টি, কাউখালীর ৪৮টি, নেছারাবাদের ১১৭টি, ভান্ডারিয়ার ৬৩টি এবং মঠবাড়িয়ার ১০০টি মসজিদে আজকে ওপেন হাউজ ডে পালিত হয়েছে। পর্যায়ক্রমে পিরোজপুরের ২২৪১টি মসজিদে জুম্মার সময় ওপেন হাউজ ডে পালিত হবে এবং পুলিশ সুপারসহ পুলিশ অফিসারদের নাম ও মোবাইল নম্বর টাঙানো থাকবে বলে জেলা পুলিশ সূত্রে জানা গেছে।
কেকে/এমআই