কুমিল্লার দাউদকান্দি উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছে। শনিবার (৭ ডিসেম্বর) সকালে ঢাকা-কচুয়া সড়কের শায়েস্তানগরের কাছে বাসের চাপায় ট্রাক্টরের দুই শ্রমিক নিহত হন। এর কিছুক্ষণ পর, দৌলতপুর এলাকায় বাসের চাপায় অটোরিকশার তিন যাত্রী প্রাণ হারান।
পুলিশ জানায়, সকাল ৭টার দিকে শায়েস্তানগরের কাছে একটি ইটবোঝাই ট্রাক্টরকে আল-আরাফা পরিবহনের বাস চাপা দেয়। এতে দুই শ্রমিক, বোরহান (২৮) এবং মোহাম্মদ আলী (৩২) নিহত হন। পরে, একই দিনে সকাল ১০টার দিকে দৌলতপুর এলাকায় ঢাকাগামী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ডলি আক্তার (৩০) ঘটনাস্থলে মারা যান। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুইজন, জিয়ানা আক্তার (১১) এবং জাহানারা বেগম (৬০), মৃত্যুবরণ করেন।
এ বিষয়ে হাইওয়ে পুলিশের ওসি কৌশিক জানান, দুর্ঘটনাকবলিত গাড়িগুলো আটক করা হয়েছে এবং নিহতদের মরদেহ সুরতহাল রিপোর্টের মাধ্যমে স্বজনদের কাছে হস্তান্তর করা হচ্ছে।
কেকে/এএম