চট্টগ্রাম-রাঙামাটি সড়কে দাঁড়িয়ে থাকা সিএনজিচালিত অটোরিকশায় ট্রাকের ধাক্কায় এক চালক নিহত হয়েছেন।শনিবার সকালে রাউজান পৌরসভার বেরুলিয়া এলাকায় চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহত গাড়িচালক মো. আবদুল কাদের (৩১) চট্টগ্রামের সীতাকুণ্ডের বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, সিএনজি অটোরিকশাটি সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। হঠাৎ পেছন থেকে সজোরে ধাক্কা দেয় একটি ট্রাক। এ সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা খাদে পড়ে যায়। স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার করে উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে সেখান কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে, সিএনজি অটোরিকশা চালক আবদুল কাদের সীতাকুণ্ড থেকে রাউজানে যাত্রী নিয়ে এসেছিলেন। এতেই দুর্ঘটনার শিকার হন তিনি। খবর পেয়ে তার স্বজনরা হাসপাতালে ছুটে আসেন।
এ ব্যাপারে রাউজান হাইওয়ে থানার ওসি উপপরিদর্শক মো. তছলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাকের ধাক্কায় এক সিএনজি চালকের মৃত্যু হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ধাক্কা দেওয়া ট্রাকটি জব্দ করা হয়েছে। ট্রাক চালকে আটকের চেষ্টা চলছে।
কেকে/এএম