জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণের কাজ স্থানীয় বাসিন্দাদের বিরোধিতা ও প্রশাসনিক জটিলতার কারণে বারবার বাধাগ্রস্ত হচ্ছে। ২০২২ সালের ৩১ মার্চ উপাচার্য ড. সৌমিত্র শেখরের উদ্যোগে ১৫০০ মিটার দীর্ঘ সীমানা প্রাচীর নির্মাণ শুরু হয়, তবে নির্ধারিত সময়সীমার মধ্যে প্রকল্পটি শেষ হয়নি।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অংশে প্রাচীর নির্মাণের কাজ শেষ হলেও, গত জুলাইয়ে স্থানীয়রা কয়েকটি অংশ ভেঙে ফেলে এবং পশ্চিম ও পূর্ব পাশের কিছু এলাকায় বিতর্ক সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রাচীর নির্মাণ হলে তাদের চলাচলের পথ বন্ধ হয়ে যাবে।
অপরদিকে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন, কারণ অসম্পূর্ণ প্রাচীরের কারণে তারা নিজস্ব ক্যাম্পাসে নিরাপত্তা সঙ্কটের সম্মুখীন হচ্ছেন।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসন জানায়, ২০২৩ সালের ডিসেম্বরে কাজ শেষ হওয়ার কথা থাকলেও, এখন ৩১ ডিসেম্বরের মধ্যে প্রাচীর নির্মাণ সম্পন্ন করার লক্ষ্যে কাজ চলছে। ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ে প্রবেশের জন্য শুধুমাত্র প্রধান দুটি গেট ব্যবহারের অনুমতি থাকবে।
উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম জানান, নিরাপত্তার স্বার্থে কোনো পকেট গেট খোলা রাখা সম্ভব নয়। ভাঙা দেয়ালগুলো দ্রুত মেরামত করা হবে।
কেকে/এএম