কেরানীগঞ্জের রোহিতপুর ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ড যুবদল আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি।
শনিবার বিকেলে অনুষ্ঠিত এ সমাবেশে তিনি বলেন, ছাত্র-জনতার রক্তে কেনা নতুন বাংলাদেশে মানুষ তার সকল অধিকার স্বাধীনভাবে ভোগ করবে। কেউ এতে কোনো ধরনের হস্তক্ষেপ করতে পারবে না।
দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের গুরুত্বপূর্ণ সময়ে আমাদের সতর্কতা এবং একতাবদ্ধ প্রচেষ্টাই দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে।
সমাবেশে অংশগ্রহণকারী নেতাকর্মীদের উচ্ছ্বাস ছিল লক্ষণীয়। দীর্ঘদিন পর খোলা মাঠে এমন একটি সমাবেশ আয়োজন করায় নেতাকর্মীরা খুশি। বেলা তিনটার আগেই সমাবেশস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
রোহিতপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ইউসুফ জাহানের সভাপতিত্বে এবং সদস্য সচিব যুবায়ের আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সমাবেশে আরো বক্তব্য রাখেন কেরানীগঞ্জ মডেল উপজেলা যুবদলের আহ্বায়ক আসাদুজ্জামান রিপন, সদস্য সচিব রাকিবুল ইসলাম রুবেল, উপজেলা বিএনপির সহসভাপতি হাজী রুহুল আমিন, রোহিতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মালেক, সাধারণ সম্পাদক আবু বক্কর।
এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওয়ালিউল্লাহ সেলিম, উপজেলা বিএনপির সহকোষাধ্যক্ষ আবুল হাসনাত এবং ঢাকা জেলা জাসাসের সাংগঠনিক সম্পাদক সোহানুর রহমান সোহেল।
সবশেষে বক্তারা দলীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন এবং নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন।
কেকে/এএম