কুমিল্লার বুড়িচং উপজেলার সদরে তানযীমুল উম্মাহ মডেল মাদরাসার শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৭ ডিসেম্বর) সকালে বুড়িচং পূর্বপাড়ায় মাদরাসা মাঠ প্রাঙ্গণে উদ্বোধন ও দোয়ার আয়োজন করা হয়।
তানযীমুল উম্মাহ মডেল মাদ্রাসার সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ আবু তাহেরের সভাপতিত্বে এবং মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মাহবুবুর আলম সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী শাখার তামিরুল মিল্লাত কামিল মাদরাসার অধ্যক্ষ আল্লামা ড. মো. হিফজুর রহমান।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত কুমিল্লা দারুণ ইহসান ট্রাস্টের সহ-সভাপতি মুহতারাম অধ্যাপক আব্দুল মতিন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক অ্যাডভোকেট ড. মো. মোবারক হোসাইন।
উপস্থিত অতিথিরা বলেন, মাদরাসা গুলো হচ্ছে দ্বীনি শিক্ষা গ্রহণের সব চেয়ে বড় মাধ্যম। যেখানে দ্বীনি শিক্ষার আলো ছড়ায় এবং আখেরাতে সম্পদ সঞ্চয় করে। সন্তানকে আদর্শবান মানুষ হিসেবে তৈরি করতে চাইলে আপনার আদরের সন্তানকে মাদ্রাসায় দিন। মাদ্রাসায় দেওয়া আপনার এই সন্তানই একদিন আপনার জানাজার নামাজ পড়াবে। আপনার জন্য দোয়া করবে।
বক্তারা আরও বলেন, মাদ্রাসা ছাড়া অন্য কোন শিক্ষা প্রতিষ্ঠানে পড়ালেখা করালে মানুষ হবে তবে, আদর্শবান মানুষ হতে পারবে না। কারণ তার মধ্যে কুরআন হাদিসের কোন জ্ঞানই থাকবে না। ফলে একটা সময় তারা নাস্তিক হয়ে যাবে।
উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আড়াইবাড়ি সাঈদীয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মুফতি মাওলানা মো. আমিনুল ইসলাম, কুমিল্লা রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবদুল হান্নান, ব্রাহ্মণপাড়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মিজানুর রহমান আতিকী, ইসলামি সমাজকল্যাণ সংস্থা বুড়িচং উপজেলা শাখার সভাপতি অধ্যাপক মো. অহিদুর রহমান, তানযীমুল উম্মাহ মডেল মাদ্রাসার সদস্য সচিব অধ্যাপক মো. গিয়াস উদ্দিন, বুড়িচং উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মো. সাইফুল আলম, বিশিষ্ট আলেমে দ্বীন হাফেজ ওবাইদুস সোবহান মামুন সাঈদী,বুড়িচং মডেল একাডেমির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. কবির হোসেন, তানযীমুল উম্মাহ মডেল মাদ্রাসার ট্রেজারার মো. ফারুক চৌধুরী, জারিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মুমিনুল হক প্রমুখ।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা মাসুদ মৈশান।
কেকে/এইচএস