পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বাংলাদেশ সীমান্তে উত্তেজনা বা অস্থিতিশীলতা সৃষ্টি হলে এর প্রভাব পশ্চিমবঙ্গ ছাড়াও বিহার ও উড়িষ্যায় পড়তে পারে।
শুক্রবার (৬ ডিসেম্বর) ভারতীয় সম্প্রচারমাধ্যম নিউজ-১৮-এর এক অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলাদেশে যারা নির্যাতিত হচ্ছে, আমি তাদের পাশে আছি। আমি চাই তারা বিচার পাক। সংখ্যালঘু নির্যাতন কোনো নির্দিষ্ট গোষ্ঠী বা সম্প্রদায় করে না। বরং, সরকার দুর্বল হলে একশ্রেণির মাফিয়া সুযোগ নিয়ে এই পরিস্থিতি তৈরি করে।
বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, মাৎস্যন্যায়—যেখানে বড় মাছ ছোট মাছকে গিলে খায়—সেই অবস্থার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। এটি যেন নেতৃত্বহীনতার মতো।
তিনি সতর্ক করে বলেন, বাংলাদেশে রাজনৈতিক ও সামাজিক অস্থিতিশীলতা অব্যাহত থাকলে এর প্রভাব ভারতের সীমান্তবর্তী রাজ্যগুলো, বিশেষ করে বিহার ও উড়িষ্যাতেও পড়বে। তিনি শান্তিপূর্ণ প্রতিবেশী সম্পর্ক বজায় রাখার ওপর জোর দেন।
মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের কেন্দ্রীয় সরকারের প্রতি আহ্বান জানান, বাংলাদেশ সরকারের সঙ্গে সংলাপ বজায় রাখার এবং সেখানে সবার নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে উদ্যোগী হতে।
‘পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যে ভৌগোলিক সীমারেখা থাকলেও হৃদয়ের কোনো সীমানা নেই। আমি চাই, রাজনৈতিক বাধ্যবাধকতা যাই থাকুক, সবাই শান্তিতে ও নিরাপদে থাকুক’, যোগ করেন মমতা।
কেকে/এআর