ফেনীতে ৩ হাজার ইয়াবা সহ ফিরোজ আহমেদ ও কাজল আক্তার নামে দুই তরুণ-তরুণীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৭)।
শনিবার (৭ডিসেম্বর) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রামপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, গতকাল ভোরে র্যাবের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা পাচারের খবর পেয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রামপুর পুলিশ অফিসার্স মেসের সামনে চেকপোস্ট বসিয়ে তল্লাশী করে। কক্সবাজার থেকে ঢাকামুখী সন্ধ্যা এন্টারপ্রাইজ নামীয় যাত্রীবাহী বাস তল্লাসি করে রাজধানীর মোহাম্মদপুর এলাকার বাসিন্দা রফিকুল ইসলামের ছেলে ফিরোজ আহমেদ (১৯) ও সাভারের রেডিও কলোনীর আবদুল কাদেরের মেয়ে কাজল আক্তার (২৩) কে আটক করা হয়। তাদের সাথে ব্যাগ থেকে ২ হাজার ৯শ ৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
র্যাব জানায়, আটককৃত যুবক ও যুবতী দীর্ঘ দিন কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকা নারায়নগঞ্জের বিভিন্ন স্থানে বিক্রি করে বলে স্বীকার করেছে। এ ঘটনায় র্যাবের পক্ষ থেকে বাদী হয়ে ফেনী মডেল থানায় মামলা দায়ের করা হয়।
কেকে/এমএস