হবিগঞ্জের মাধবপুর সীমান্ত দিয়ে পাসপোর্টবিহীন অবৈধপথে ভারতে অনুপ্রবেশকালে দুই বাংলাদেশি নারীকে আটক করেছে বাংলাদেশ বর্ডারগার্ড (বিজিবি'র) সদস্যরা।
রোববার (৮ ডিসেম্বর) সকাল ৬টা ৪৫ মিনিটের দিকে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধীনস্থ হরষপুর বিওপির টহল তাদের আটক করে।
আটক হওয়া ওই বাংলাদেশি নারীরা হলেন, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার লালপুর গ্রামের আকাশ চন্দ্র দাসের স্ত্রী বিনা রাণী দাস (৪৫) ও তার কন্যা রিয়া রাণী দাস (১৮)।
আটকের বিষয়টি নিশ্চিত করে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি'র) অধিনায়ক লে. কর্নেল ফারাহ্ মোহাম্মদ ইমতিয়াজ বলেন, মা ও মেয়ে অবৈধভাবে ভারতে গমনকালে সীমান্ত পিলার ১৯৯৯/৭-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রাজেন্দ্রপুর নামক স্থান হতে হরষপুর বিওপির টহল দল তাদের আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ভারতের আগরতলায় বিনা রাণী দাস এর স্বামী আকাশ চন্দ্র দাস শুটকির ব্যবসা করে। স্বামীর নিকট অবৈধভাবে যাওয়ার সময় হরষপুর বিওপির টহল দলের হাতে আটক হয় তারা। পরে তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের মামলা দায়ের পুর্বক মাধবপুর থানায় হস্তান্তর করা হয়।
কেকে/এমএস