জামালপুরের ইসলামপুর থানায় একাধিক হত্যা মামলার পলাতক আসামী কিলার রাসেল বাহিনীর সহযোগী চাঁদাবাজ চক্রের তিন সদস্যকে আটক করেছে ইসলামপুর থানা পুলিশ।
রোববার (৮ ডিসেম্বর) সকালে ইসলামপুর থানা পুলিশের আয়োজনে এক প্রেস ব্রিফিংয়ে আটককৃতদের বিষয়ে জানানো হয়।
এসময় ইসলামপুর থানা অফিসার ইনচার্জ সাইফুল্লাহ জানান, ইসলামপুর উপজেলাকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত করতে পুলিশের অভিযান চলমান। আটককৃত কিলার রাসেলের চাঁদাবাজ সহযোগীদের নামে থানায় মামলা রয়েছে। আসামীরা ইসলামপুর থানায় একাধিক হত্যা মামলার পলাতক কিলার রাসেলের সহযোগী। আমরা গত ২মাস যাবৎ তথ্য প্রযুক্তির সহায়তায় তাদেরকে আটক করতে সক্ষম হই।
থানা সূত্রে জানা গেছে, গত ৫আগষ্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর ইসলামপুরে রাসেল কিলার নামে পরিচিত কিলার রাসেলের একটি সহযোগী চাঁদাবাজ চক্র এলাবাসীকে মোবাইলে ফোন দিয়ে রাসেল কিলারের বাহিনীর পরিচয় দিয়ে মোবাইল নব্বর ০১৭৭০১৫১৩০৪ ও ০১৬২১২৪২৮৮০৬ এবং ভিন্ন ভিন্ন সিম ও বিকাশ নম্বর ব্যবহার করে চাঁদাবাজী করে আসছিল। এক পর্যায়ে স্হানীয় ব্যবসায়ীরা অতীষ্ট হয়ে ইসলামপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও চাঁদাবাজসিন্ডিকেটের বিরুদ্ধে মানববন্ধনের প্রস্তুতি নেয়। এই খবর পেয়ে ইসলামপুর থানা চৌকস অফিসার ইনচার্জ সাইফুল্লাহ সাইফ গত দুই মাস গোপনে ও প্রকাশে বিশেষ অভিযানে কৌশলে রাসেল কিলারের সহযোগী চাঁদাবাজ সিন্ডিকেটের সদস্যদেরকে গ্রেফতার করে।
আটককৃতরা হলো শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলার চোখবান্ধা গ্রামের মোস্তফা কামাল(৩৮), ইসলামপুর পৌর শহরের ভেংগুরা গ্রামের দুদুর ছেলে রিপন(৩৫) ও একই গ্রামের গেন্দার ছেলে জালাল জালু।
এসময় তাদের নিকট ৭টি সিমসহ ৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে আটককৃতদের বিরুদ্ধে ইসলামপুর থানায় ভুক্তভোগী বিশিষ্ট ব্যবসায়ী আহমাদুল কবীর মিনু বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। মামলা নং- ০৩/২০৭
কেকে/এমএস