শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ রাখতে দেশের প্রতিটা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ চালু করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য ও আলোচিত আইনজীবী মানজুর আল মতিন। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ‘গণঅভ্যুত্থান উত্তর বাংলাদেশ’ শীর্ষক সভায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।
রবিবার (৮ ডিসেম্বর) সকাল ১০টায় শাবির সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনে অনুষ্ঠানের আয়োজন করেন শাবির ‘প্লাটফর্ম ফর জুলাই জাস্টিস’।
আলোচনা সভায় অংশ নিয়ে মানজুর আল মতিন শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এ সময় তিনি জুলাই বিপ্লব পরবর্তী দেশ গঠন, ভারতীয় মিডিয়ার অপপ্রচার, বর্তমানে চলমান সহিংসতা মোকাবিলা, সংখ্যালঘু নির্যাতন কমানো, বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদের প্রয়োজনীয়তাসহ সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
মানজুর আল মতিন বলেন, ‘বাঙালি জাতির ইতিহাস বলে আমাদেরকে দীর্ঘদিন দাবিয়ে রাখা যায়না। সর্বশেষ জুলাই বিপ্লবে আমরা তারই প্রতিফলন দেখেছি। যেখানে স্বৈরশাসকের পতন করতে দেশের সর্বস্তরের জনগণ রাস্তায় নেমে যায়।’
ভারতীয় মিডিয়ার অপপ্রচারের বিষয় উল্লেখ করে তিনি অরো বলেন, ‘বাংলাদেশ নিয়ে ভারতীয় মিডিয়াগুলো প্রচার করছে এখানে হিন্দু মুসলিমদের লড়াই চলছে কিন্তু বাস্তবতা সেটি নই। তারা অপপ্রচার চালানোর মাধ্যমে আমাদের দেশে অস্থিরতা সৃষ্টি করতে চাইছে।’
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, ‘কিছু মৌলিক বিষয়ে সকলে এক হওয়া প্রয়োজন। আমদের জুলাই বিপ্লব ছিল ভিন্নমত প্রকাশের স্বাধীনতার জন্য। রাজনৈতিক সমস্যা নিরসনে বিরাজনীতি মনোভাব লালন করা ঠিক না। আমাদের কাজ করতে হবে তাদের জন্য যারা জুলাই বিপ্লবে শহীদ হয়েছেন তাদের স্বপ্নগুলো নিয়ে। বিপ্লব পরবর্তী সময়ে ঘরে বসে না থেকে দেশ সংস্কারে একসাথে কাজ করা যেভাবে দেশের প্রয়োজনে আমরা একসাথে রাস্তায় নেমেছিলাম।’
এ সময় বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের সংঘবদ্ধ থাকতে ছাত্র সংসদের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন তিনি।
কেকে/এমএস