৫ জুলাই ছয়দানা ভূষিরমিল মেম্বার বাড়ি রোড, গাজীপুর খন্দকার মার্কেটের সামনে মামুন মন্ডলের লোক আওয়ামী লীগের সন্ত্রাসীরা আগ্নেয়াস্ত্র দিয়ে হত্যার উদেশ্য রঙ্গু মিয়া খার দিকে গুলি চালায়। গুলিতে তাঁর ডান হাতের কুনুইয়ের নিচে লাগিয়া ছিদ্র হয়ে ঝাঁজরা হযে যায়।
জানা যায়, নেত্রকোণা জেলার মদন উপজেলার নায়েকপুর ইউনিয়নে নায়েকপুর গ্রামের মৃত কাঞ্চন খা ছেলে রঙ্গু মিয়া খা,দীর্ঘ দিন যাবত ছয়দানা ভূষিরমিল মেম্বার বাড়ি গাজীপুর এলাকায় বসবাস করে আসছে।
অভিযোগ সূত্রে জানা যায়, মো. আব্দুল জলিল, পিতা মৃত সিরাজ উদ্দিন, ছয়দানা সাইনবোর্ড এলাকায় গত ৭ আগষ্ঠ (২য় বার) তার দলবল সহ দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে রঙ্গু মিয়া খা কে হত্যার উদ্দেশ্যে অতর্কিতভাবে ধারালো দেশীয় রামদা দিয়ে মাথায় আঘাত করে আক্রমণ করে।
গত ১৫ আগষ্ট রঙ্গু মিয়া খা বাদী হয়ে বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট( গাছা আমলী) আদালত গাজীপুর, সি, আর মামলা নং ৪৬৬-২০২৪, এতে আব্দুল জলিল খন্দকার (৫০) কে প্রধান আসামী করে ১৬ জনের নামে বাদী হয়ে রঙ্গু মিয়া খা মামলা দায়ের করে।
বাদীর অভিযোগ গত ১৫ আগষ্ট মামলা করলেও এখন পযর্ন্ত কোন আসামী গ্রেফতার করেনি পুলিশ, বিধায় আসামিরা মামলা তুলে নেয়ার জন্য বিভিন্ন ভাবে হুমকি দিয়ে যাচ্ছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা মো. রাফিকুল ইসলাম জামাল জানান, মামলা তদন্ত সাপেক্ষে আছে, বিস্তারিত জানতে হলে অফিসে আসতে হবে।
কেকে/এমএস