মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫,
১৮ চৈত্র ১৪৩১
বাংলা English

মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫
শিরোনাম: চীন সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা      চাঁদ দেখা গেছে, সৌদি আরবে ঈদ রোববার      দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন চরমোনাই পীর      ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল      অস্ট্রেলিয়ায় ঈদুল ফিতরের তারিখ ঘোষণা      ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত মৌলভীবাজার      রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার অঙ্গীকার পুনর্ব্যক্ত চীনের      
বিবিধ
শীতের ছোঁয়া, শান্তির ঋতু
আল মাহমুদ অপু
প্রকাশ: রোববার, ৮ ডিসেম্বর, ২০২৪, ৩:৪৯ পিএম  (ভিজিটর : ২৮৭)
ছবি: আনোয়ার শামীম

ছবি: আনোয়ার শামীম

বছরের শেষ প্রান্তে যখন শীতের আগমন ঘটে, তখন আমাদের মন এক নতুন অনুভূতিতে ডুবে যায়। শীতের কুয়াশাচ্ছন্ন সকাল, শিশিরে ভেজা ঘাস, ঠান্ডা বাতাস, আর চুলে হালকা শীতল স্পর্শ যেন প্রকৃতির এক নান্দনিক সৌন্দর্য নিয়ে হাজির হয়। এ ঋতু স্নিগ্ধতা ও প্রশান্তির অনন্য বার্তা বহন করে।

শীতকাল প্রকৃতিকে দেয় এক নতুন রূপ। কুয়াশা ভেদ করে সূর্যের প্রথম রশ্মি যখন চারপাশে আলো ছড়িয়ে দেয়, তখন প্রকৃতি হয়ে ওঠে আরও মোহনীয়। মাঠে ছড়িয়ে থাকা শীতকালীন সবজি, সরিষা ফুলের হলুদ আভা, আর গাছের ডালে জমে থাকা শিশির আমাদের মনে শান্তির এক নতুন মাত্রা যোগ করে। শীতের রাতের মৃদু ঠান্ডা বাতাস যেন পৃথিবীকে থমকে দেয়; সবকিছু ধীর হয়ে আসে, আর পাখিরা ধীরে ধীরে তাদের বাসা থেকে বেরিয়ে আসে।

শীতকাল মানেই খাবারের উৎসব। গরম পিঠাপুলি, ভাপা পিঠা, খেজুরের রসের পায়েস আর চিতই পিঠা এই ঋতুকে করে তোলে আরও স্মৃতিমধুর। শীতের সকালে গরম চায়ের সঙ্গে পিঠার স্বাদ যেন প্রকৃতির সঙ্গে একাত্মতার এক অনন্য অনুভূতি। শহরের রাস্তায় শীতকালীন ফুড ফেস্টিভ্যালে পিঠা-পুলির বাহার আমাদের আনন্দ দ্বিগুণ করে দেয়।

তবে শীতের এই স্নিগ্ধতার পাশাপাশি এর তীব্রতায় কষ্টে থাকে দরিদ্র মানুষরা। শীতবস্ত্রের অভাবে তাদের জীবন হয়ে ওঠে দুর্বিষহ। তাই এ সময় দরিদ্র ও অসহায়দের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক ও মানবিক দায়িত্ব। গরম কাপড়, কম্বল বিতরণ বা শীতকালীন ত্রাণ কার্যক্রমগুলো শুধু কষ্ট লাঘব করে না, এটি মানবিক সহানুভূতির এক উজ্জ্বল উদাহরণ।

শীতকাল আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত। গ্রামবাংলায় এই সময়ে জারি, সারি, বাউল গান, এবং মারফতি-মুর্শিদী গানের আসর বসে। একসময় এই শীতেই জমে উঠত যাত্রাপালা ও নাটকের মঞ্চ। আজকাল এসব সংস্কৃতি কিছুটা হারিয়ে গেলেও স্মৃতির পাতায় তাদের উজ্জ্বল উপস্থিতি আজও অমলিন।

শীতকালের একটি বিশেষ দিক হলো প্রকৃতির অনন্য সাজ। গোলাপ, বেলি, গাঁদা, চন্দ্রমল্লিকা, আর বকুলের সৌন্দর্যে ঋতুর রুক্ষতাকে ছাপিয়ে যায় এক অপূর্ব সৌন্দর্য। শীত আমাদের জীবনকে যেমন নতুন রূপে সাজায়, তেমনি এটি আমাদের মনে করিয়ে দেয় সমাজের প্রতি আমাদের দায়িত্ববোধের কথা।

শীত আমাদের শান্তি আর আনন্দের ঋতু। এটি প্রকৃতির একটি নান্দনিক সৌন্দর্য এবং মানবিকতার বার্তা নিয়ে আসে। প্রকৃতির এ দানকে আমরা সবাই ভাগাভাগি করে নিতে পারি, যদি শীতের কষ্টে থাকা মানুষের পাশে দাঁড়াই। শীতকে উপভোগ করার পাশাপাশি আমরা যদি আমাদের দায়িত্ব পালন করি, তাহলে শীত হবে প্রকৃত অর্থে সবার জন্য এক আনন্দের ঋতু।

কেকে/এএম
আরও সংবাদ   বিষয়:  শীতের পরশ   অনন্য ঋতু   
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ঝড়বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
ঈদের দ্বিতীয় দিনও গাজায় ইসরায়েলি হামলা, নিহত ৩৪
ঈদ শেষে মেট্রোরেল চলাচল শুরু
ইসরায়েলের অর্থমন্ত্রীর পদত্যাগ
বংশালে গ্যাস লিকেজ থেকে আগুন, দগ্ধ ৬

সর্বাধিক পঠিত

শৈশবের ঈদ বনাম আধুনিক ঈদ
মুন্সীগঞ্জে ১০ টাকায় গরুর মাংস বিক্রি
লোহাগাড়ায় বাস সংঘর্ষে নিহত ৫
পবিত্র ঈদুল ফিতরে ইসলামী আন্দোলনের খাদ্য বিতরণ
স্বৈরাচারমুক্ত বরকতময় দিন উদযাপন করছি: তারেক রহমান

বিবিধ- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝
close