বাংলা সংগীতের জনপ্রিয় শিল্পী ইমন চক্রবর্তী সম্প্রতি এক কনসার্টে হিন্দি গান গাওয়ার অনুরোধে মঞ্চ থেকেই ক্ষোভ প্রকাশ করেন। বাংলা গানের জন্য বিখ্যাত এই শিল্পীর কাছে হিন্দি গান গাওয়ার দাবি উঠে আসতেই তিনি তীব্র প্রতিক্রিয়া জানান।
শুক্রবার (৬ ডিসেম্বর) রাজারহাটে একটি বেসরকারি সংস্থার আয়োজিত কনসার্টে গান পরিবেশন করতে গিয়েছিলেন ইমন। অনুষ্ঠান চলাকালীন ভিড়ের মধ্যে থেকে এক শ্রোতা বলেন, “বাংলা গান শুনবো না, হিন্দি গান করুন।” এ কথা শুনে মঞ্চ থেকেই ইমন বলেন, বাংলায় থেকে বাংলার গান শুনতে চাইবেন না, এটা অগ্রহণযোগ্য। অন্য কোথাও হলে আপনাকে চুলের মুঠি ধরে বের করে দেওয়া হতো। বাংলায় থাকছেন, বাংলায় রোজগার করছেন, অথচ বাংলা গান শুনবেন না বলছেন?
ইমন আরও যোগ করেন, পাঞ্জাবি গান হোক, মারাঠি গান হোক বা ইংরেজি গান, আপনি যা খুশি নিজের বাড়িতে শুনুন। কিন্তু আপনি কে, আমাকে বাংলা গান গাইতে বাধা দেওয়ার? সাহস থাকলে সেই শ্রোতাকে স্টেজে আসারও চ্যালেঞ্জ জানান তিনি।
এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই ব্যাপক আলোচনা শুরু হয়। বাংলাপক্ষের নেতা গর্গ চট্টোপাধ্যায় এক্স (টুইটার) হ্যান্ডেলে ইমনের বক্তব্য সমর্থন করে ভিডিওটি শেয়ার করেন। বাংলার গানের মর্যাদা রক্ষায় ইমনের এই প্রতিবাদকে নেটিজেনরা প্রশংসায় ভরিয়ে দেন।
উল্লেখ্য, ইমন চক্রবর্তী সম্প্রতি বাংলা সংগীতের গৌরবকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে গেছেন। ইন্দিরা ধর মুখার্জির পরিচালিত চলচ্চিত্র “পুতুল”-এর জন্য গাওয়া তাঁর গান “ইতি মা” ২০২৫ সালের অস্কারের মনোনয়ন তালিকায় জায়গা পেয়েছে। সারা বিশ্বের ৮৯টি গান এবং ১৪৬টি আবহসংগীতের তালিকায় ইমনের গানও স্থান পেয়েছে।
কেকে/এএম