বলিউডের তিন সুপারস্টার আমির খান, শাহরুখ খান এবং সলমান খান একসঙ্গে কাজ করতে যাচ্ছেন—এমন খবরে ভক্তদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আমির খান সম্প্রতি জানিয়েছেন, ছয় মাস আগে এই বিষয়ে তাদের মধ্যে আলোচনা শুরু হয়। তিন অভিনেতাই এই প্রস্তাব নিয়ে সমানভাবে উৎসাহী এবং একমত হয়েছেন যে, তাদের দীর্ঘ ও সফল ক্যারিয়ারে এটি হবে একটি মাইলফলক।
আমির খান জানান, শাহরুখ এবং সলমান দুজনেই একসঙ্গে কাজ করতে আগ্রহী। তবে, তাদের লক্ষ্য এমন একটি গল্প খুঁজে পাওয়া, যা শুধুমাত্র তাদের অভিনয় দক্ষতাকেই নয়, দর্শকদের আবেগকেও ছুঁতে পারবে। আমির বলেন, আমাদের ক্যারিয়ারের এত বছরে একসঙ্গে কাজ না করা ভক্তদের প্রতি একধরনের অন্যায় হবে। তাই আমরা এমন একটি স্ক্রিপ্ট খুঁজছি, যা আমাদের এবং দর্শকদের প্রত্যাশা পূরণ করবে।
সম্প্রতি সলমানের সঙ্গে এক সাক্ষাতে আমির তার হিউম্যান পোশাক ব্র্যান্ডের জিন্সের একটি বাক্স উপহার পেয়েছিলেন। এই অঙ্গভঙ্গি তাদের বন্ধুত্বের দৃঢ়তাকে স্পষ্ট করে। এ ছাড়া, আমির উল্লেখ করেছেন, তারা তিনজনই এই প্রকল্পটি নিয়ে সমানভাবে আগ্রহী এবং প্রতিভাবান পরিচালকদের কাছ থেকে আকর্ষণীয় স্ক্রিপ্টের অপেক্ষায় রয়েছেন।
তিন খান একসঙ্গে কাজ না করলেও আগে আলাদাভাবে একাধিক সফল ছবিতে অভিনয় করেছেন। আমির এবং সলমান একসঙ্গে কাজ করেছিলেন ১৯৯৪ সালের কালজয়ী সিনেমা আন্দাজ আপনা আপনা-তে। অন্যদিকে, শাহরুখ এবং সলমান একসঙ্গে উপস্থিত হয়েছেন কুছ কুছ হোতা হ্যায়, হাম তুমহারে হ্যায় সনম, জিরো, এবং সাম্প্রতিক পাঠান এবং টাইগার ৩-এর মতো জনপ্রিয় সিনেমাগুলোতে।
তিন খানকে একসঙ্গে পর্দায় দেখার খবর দর্শকদের মধ্যে আলোড়ন তৈরি করেছে। ভক্তরা মনে করছেন, যদি এটি বাস্তবে পরিণত হয়, তবে এটি বলিউডের ইতিহাসে একটি মাইলফলক হবে।
আমির খান জানিয়েছেন, সঠিক চিত্রনাট্য পেলেই তারা দ্রুত কাজ শুরু করবেন। বলিউডে এমন একটি যুগলবন্দি, যা বহুদিন ধরে দর্শকরা প্রত্যাশা করে আসছেন, অবশেষে বাস্তবে রূপ নিতে পারে। ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন তিন খানকে এক ফ্রেমে দেখার সেই ঐতিহাসিক মুহূর্তের জন্য।
কেকে/এএম