শ্রীমঙ্গলে বাংলাদেশ টি এস্টেট স্টাফ এসোসিয়েশনের ৬০তম আঞ্চলিক বার্ষিক সাধারণ সদস্য সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। বালিশিরা পশ্চিম ও উত্তরাঞ্চলের আয়োজনে আজ সকাল ১১ টায় বিটিইএসের কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গণে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বালিশিরা পশ্চিমাঞ্চলের সভাপতি মো. বদরুল আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টি এস্টেট স্টাফ এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. জাকারিয়া আহমদ। অনুষ্ঠানটি উদ্বোধন করেন বালিশিরা উত্তরাঞ্চলের সভাপতি নীল মোহন সিংহ, এবং প্রধান বক্তা ছিলেন বিটিইএসের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. আমিনুর রহমান।
এছাড়া, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ সুরঞ্জিত দাশ, ইউনিট প্রতিনিধি রাজেশ দাশ, কেন্দ্রীয় সহ-সভাপতি কাওছার মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইব্রাহিম মিয়া, শিক্ষা, গবেষণা ও সাংস্কৃতিক সম্পাদক মো. মাহবুবুর রহমান রাসেল প্রমুখ। সভায় বালিশিরা পশ্চিম ও উত্তরাঞ্চলের সকল ইউনিট প্রতিনিধিসহ এসোসিয়েশনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কেকে/এএম