রংপুরের গঙ্গাচড়ায় অতিরিক্ত মূল্যে সার বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
শনিবার (৭ ডিসেম্বর) বিকেলে উপজেলার গঙ্গাচড়া বাজার ও বড়াইবাড়ি বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে গঙ্গাচড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস উর্মী জরিমানা আদায় করেন।
কৃষকদের অভিযোগ, ব্যবসায়ীরা কৃত্রিম সংকট সৃষ্টি করে অতিরিক্ত মূল্যে সার বিক্রি করছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হলে, গঙ্গাচড়া বাজারের ব্যবসায়ী হাফিজুর রহমানকে ৫০ হাজার টাকা ও বড়াইবাড়ি বাজারের ব্যবসায়ী মাহফুজুর রহমান লাইজুকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিন গঙ্গাচড়া উপজেলা থেকে ২০ বস্তা সার অন্য জেলায় পাচারকালে আটক করা হয়। পরবর্তীতে ওই সার বাজেয়াপ্ত করে ২২ হাজার ৫০০ টাকায় কৃষকদের মাঝে সরকারি মূল্যে বিক্রি করা হয়।
এ বিষয়ে গঙ্গাচড়া সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস উর্মী বলেন, অতিরিক্ত মূল্যে সার বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। অন্যান্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে এবং জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
কেকে/এএম