নওগাঁর নিয়ামতপুরে একটি গভীর নলকুপে পড়ে সেলিম (২৫) নামের এক যুবক মারা গেছে।
রোববার (৮ ডিসেম্বর) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত সেলিম রেজা নওগাঁর মান্দা উপজেলার পরানপুর ইউনিয়নের হাটোইর গ্রামের নুরুল ইসলামের ছেলে। স্থানীয় বাসিন্দা আসলাম হোসেন জানান, চকদেউলিয়া মাঠে জয়নাল আবেদীনের একটি গভীর নলকূপ ছিল, যা অকেজো হওয়ায় পাইপ উত্তোলন করে পাশেই নতুন রিবোরিং করা হয়েছিল। পরিত্যক্ত কূপটি সামান্য মাটি দিয়ে ভরাট করা হয়েছিল।
তিনি আরও জানান, নতুন কূপ খননের পর কিছু বালু পড়ে ছিল। রোববার সকালে ব্যক্তিগত প্রয়োজনে সেই বালু বস্তায় ভরে নিয়ে যাওয়ার সময় সেলিম অসাবধানতাবশত পরিত্যক্ত কূপে পড়ে যায়।
নিয়ামতপুর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ সাহাদৎ হোসেন জানান, খবর পেয়ে এস্কেভেটরের সাহায্যে ৫০ ফুট গভীর কূপ থেকে সেলিম রেজার মরদেহ উদ্ধার করা হয়। পরে পুলিশ মরদেহটি তাদের হেফাজতে নিয়ে যায়।
কেকে/এএম