রংপুরের পীরগাছায় পরীক্ষা দিতে না পেরে অভিমানে মাহফুজুর রহমান (১৫) নামে ৮ম শ্রেনীর এক ছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
রোববার (৮ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার পারুল ইউনিয়নের গুঞ্জরখাঁ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মাহফুজ ওই গ্রামের কৃষক হাফিজুর রহমানের ছেলে।
নিহতের সহপাঠী ও স্থানীয় সূত্রে জানা যায়, মাহফুজুর রহমান স্থানীয় দেউতি স্কুল এন্ড কলেজে ৮ম শ্রেণির শিক্ষার্থী। রোববার তার গণিত বিষয়ের বার্ষিক পরীক্ষা ছিল। কিন্তু সে বোর্ড নিধারিত সময়ে রেজিষ্ট্রেশন করেন নি।রোববার বিদ্যালয়ে গেলে শিক্ষকরা তাকে রেজিষ্ট্রেশন না করার কারণে পরীক্ষা দিতে নিষেধ করে। পরে সে বাড়িতে গিয়ে তার শোবার ঘরে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন।
শিক্ষার্থী সহপাঠী মেহেদী হাসান কৌশিক বলেন, মাহফুজ রেজিষ্ট্রেশন করেনি। হঠাৎ স্কুলে গেলে স্যাররা তাকে বুঝিয়ে বললে সে স্কুল থেকে চলে আসে। পরে তার মৃত্যুর খবর পাই।
দেউতি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ এবিএম মিজানুর রহমান সাজু বলেন, ছেলেটি রেজিষ্ট্রেশন করেন নি। তাকে সেটি বুঝিয়ে বলা হয়েছে। পরে সে নিজ ইচ্ছায় চলে গেছে। তার মৃত্যুতে আমরা মর্মাহত।
পীরগাছা থানার ওসি তদন্ত তাজুল ইসলাম বলেন, ছেলেটির পরিবার থেকে অভিযোগ করা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
কেকে/এইচএস