শিবগঞ্জে ৪৬ বোতল ভারতীয় মদসহ নাজির (২৪) নামে একজনকে আটক করেছে ৫৩ বিজিবি ব্যাটালিয়ন।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মনির-উজ-জামান পিএসসি নিশ্চিত করেছেন।
আটক ব্যক্তি শিবগঞ্জ উপজেলার রামনাথপুর গ্রামের জিয়ারুল ইসলামের ছেলে নাজির হোসেন।
বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, রবিবার দিবাগত রাত দেড়টার দিকে রামনাথপুর গ্রামে বিশেষ অভিযান চালায় বিজিবি। অভিযানে ৪৬ বোতল ভারতীয় মদসহ নাজিরকে আটক করা হয়।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মনির-উজ-জামান পিএসসি বলেন, আমরা সীমান্ত এলাকায় অবৈধ ও চোরাচালানকৃত মালামাল, মাদকদ্রব্য চোরাচালান এবং অবৈধ অনুপ্রবেশের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সর্বদা সচেষ্ট রয়েছি এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে।
কেকে/এএম