রংপুরের গঙ্গাচড়ায় স্বাস্থ্য ঝুকিঁপূর্ণ শিশু ও তার পরিবারের জন্য স্বাস্থ্য সেবা প্রদান, পারিবারিক সঞ্চয় বৃদ্ধি ও টেসকসই স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণের লক্ষ্যে স্বাস্থ্য বীমা প্রকল্প উদ্বোধন করা হয়েছে।
রোববার (৮ ডিসেম্বর) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে প্রকল্পের উদ্বোধন করেন গঙ্গাচড়া (ভারপ্রাপ্ত) উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌস উর্মী।তিনি তার বক্তব্যে গঙ্গাচড়া উপজেলাকে বাল্যবিবাহমুক্ত হিসাবে গড়ার লক্ষ্যে সবাইকে আহবান জানান এবং ওয়ার্ল্ড ভিশনের সার্বিক সহযোগিতা কামনা করেন।
ওয়াল্ড ভিশনের সিনিয়র ম্যানেজার স্বপ্ন মন্ডলের সভাপতিত্বে স্বাস্থ্য বীমা প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য, কার্যক্রম ও সেবাসমূহ তুলে ধরেন এপি ম্যানেজার লিওবার্ট চিসিম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ডিপুটি ডিরেক্টর ড. রাহুল ও মিলভিক বাংলাদেশ প্রকল্প ব্যবস্থাপক শিরীন কামাল প্রমুখ।
প্রকল্প উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আঞ্চলিক অফিস প্লেইনল্যান্ড ক্লাস্টারের ডিপিুটি ডিরেক্টর জেনী মিলড্রেড ডি ক্রূশ, উপজেলা সমাজসেবা অফিসার মোসাদ্দেকুর রহমান, মিলভিক বাংলাদেশের প্রতিনিধি ইসহাক ও কামরুজ্জামান, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের কর্মকর্তা তাহমিদুর রহমান, কামরুল হাসান, পল্লব কান্ত সরকারসহ সাংবাদিক, স্থানীয় জনপ্রতিনিধি এবং শতাধিক উপকারভোগী।
কেকে/এইচএস