শরিয়তপুর ও মাদারীপুর জেলা থেকে পাচারকারি চক্রের প্রতারণায় নিঁখোজ হয়েছে ২৪ যুবক। এরমধ্যে ১৮ জন শরিয়তপুর এবং ৬ জন মাদারীপুর জেলার বাসিন্দা। গত মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকে তারা নিখোঁজ রয়েছেন। পাচারকারি চক্রের ৭ জন দালাল তাদের ইতালি পাঠানোর প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে।
রোববার (৮ ডিসেম্বর) ভুক্তভোগী পরিবারগুলো শরিয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দুই ঘণ্টাব্যাপী মানববন্ধন করেছে, যাতে তারা তাদের সন্তানদের জীবিত ফিরে পেতে এবং দালালদের বিচার দাবি করেছেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানিয়েছেন, দালালদের প্রতারণায় তারা স্বচ্ছলতার জন্য নিজেদের সন্তানদের বিদেশে পাঠাতে সম্মত হন, কিন্তু ইতালি না পাঠিয়ে তাদের লিবিয়াতে নিয়ে মাফিয়া চক্রের হাতে তুলে দেয়া হয়।
মাফিয়া চক্র যুবকদের জিম্মি করে আরও টাকা দাবি করে এবং ভুক্তভোগী পরিবারদের মোবাইল ফোনে নির্যাতনের ভিডিও দেখিয়ে চরম দুর্দশায় ফেলেছে। একপর্যায়ে, পরিবারগুলো দালালদের মাধ্যমে টাকা প্রদান করে, তবে এরপর থেকে তাদের সন্তানদের আর কোনো খোঁজ মেলেনি।
শরিয়তপুর সদর উপজেলার চরচটাং এলাকার রফিক মোড়লের মা রহিমা বেগম কান্নাজড়িত কণ্ঠে জানান, দালালদের প্রতারণায় তিনি জমি, গরু-ছাগল সব বিক্রি করে টাকা দিয়েছেন, কিন্তু তার ছেলে নিখোঁজ।
মাদারীপুর সদর উপজেলার দীপু শিকদারের মা বিউটি বেগম মানববন্ধনে কান্নাকাটি করে বলেন, তার ছেলে মাফিয়া চক্রের হাতে বন্দী হয়ে নিখোঁজ রয়েছে।
শরিয়তপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম জানিয়েছেন, দালালদের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে এবং কিছু আসামিকে গ্রেফতারও করা হয়েছে। মামলাগুলোর সুষ্ঠু তদন্তের জন্য ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে এবং সব আসামি আইনের আওতায় আসবে বলে তিনি আশাবাদী।