চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ছেংগারচর পৌর এলাকায় একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন মাহিনুর (২৩) নামের এক গৃহবধূ।
শুক্রবার (৬ ডিসেম্বর) রাতে উপজেলা ছেংগারচর বাজারে জেনারেল হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে ওই তিনটি শিশুর জন্ম হয়।
মাহিনুর আক্তার ছেংগারচর পৌর এলাকার কলাকান্দা গ্রামের মো. খবির হোসেনের স্ত্রী। এর আগেও তার একটি ছেলে সন্তান রয়েছে। মাহিনুর আক্তারের দুইটি কন্যা সন্তান ও একটি ছেলে একসঙ্গে জন্ম হওয়ায় পরিবারের সবাই খুশি।
বিষয়টি নিশ্চিত করছেন ছেংগারচর জেনারেল হাসপাতালে সার্জন ডা. মকবুল হোসেন মুকুল। তিনি বলেন, নবজাতকের মধ্যে দু’টি কন্যা ও একটি ছেলে সন্তান। তাদেন নাম এখনও নির্ধারণ করা হয়নি।
হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক সুমনা আক্তার জানান, প্রসব বেদনা শুরু হলে গৃহবধূ মাহিনুর আক্তার শুক্রবার হাসপাতালের প্রসূতি বিভাগে ভর্তি হন। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা দ্রুত আল্ট্রাসানোগ্রাম করেন। রিপোর্টে দেখা যায় তার গর্ভে তিনটি বাচ্চা রয়েছে। দ্রুত গৃহবধূকে অপারেশন করার প্রস্তুতি নেয়া হয়। ওইদিন রাতেই হাসপাতালের অপারেশন শুরু করেন। অপারেশন সফলভাবে সম্পূর্ণ হয়। সেই সাথে সুস্থ্য শরীরে একটি একটি করে তিনটি ফুটফুটে নবজাতক প্রসব করেন গৃহবধূ মাহিনুর আক্তার। বর্তমানে মা ও তিনটি শিশু সুস্থ আছে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। এদিকে একই সাথে তিনটি বাচ্চা জন্ম ঘটনায় হাসপাতালে উৎসুক জনতা ভিড় করছেন।
নবজাতকদের পিতা মো. খবির হোসেন, আল্লাহ তাকে একসাথে তিনটি বাচ্চার পিতা বানিয়েছেন বলে তিনি খুবই খুশি। তবে তিনি একজন কৃষক। কৃষিকাজের উপরই চলে তার সংসার। আর আগে রয়েছে আরো একটি ছেলে সন্তান। এখন চারটি বাচ্চার খরচও অনেক বেড়েছে। সরকারিভাবে কোন সহযোগিতা পেলে তার পরিবারের উপর চাপ কমবে।
এ প্রসঙ্গে মতলব উত্তর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একি মিত্র চাকমা জানান, এ বিষয়ে বিস্তারিত খোঁজখবর নিয়ে সহযোগিতার ব্যবস্থা করা হবে।
কেকে/এএম