ফরিদপুরের সালথায় মো. রুবেল (২৫) নামে এক যুবককে ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে পুলিশ।
রোববার (৮ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার রামকান্তুপুর ইউনিয়নের খেয়াঘাট এলাকা থেকে আটক করা হয়। আটককৃত রুবেল খলিশাডুবি গ্রামের আক্কাছ মোল্যার ছেলে।
সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতাউর রহমান বলেন, রবিবার দুপুরে খেয়াঘাট এলাকায় অভিযান চালিয়ে রুবেলকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা রুজু করা হয়েছে। আটককৃতকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
কেকে/এএম