ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম বলেছেন, আওয়ামী লীগ বিগত দিনগুলোতে মানুষের ওপর সীমাহীন জুলুম করেছে।
রোববার (৮ ডিসেম্বর) বিকেলে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। তিনি বলেন, দেশীয়-বিদেশি ষড়যন্ত্র মোকাবিলায় জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে। ভারতীয় আধিপত্য ও আগ্রাসন বাংলাদেশকে অক্টোপাসের মতো আটকে রেখেছে। সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র গঠনে জাতীয় ঐক্যের বিকল্প নেই।
তিনি আরও বলেন, দুর্নীতি, দুঃশাসন ও সন্ত্রাসমুক্ত দেশ গড়তে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। মতাদর্শের ঊর্ধ্বে উঠে নিরপেক্ষ রাজনীতি ও কৌশল নিয়ে ভাবার সময় এসেছে। কল্যাণ রাষ্ট্রই সব শ্রেণি-পেশার মানুষের রাজনৈতিক, নাগরিক ও ধর্মীয় অধিকার নিশ্চিত করতে পারে।
সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা সভাপতি মাওলানা রেদওয়ানুল হক চৌধুরী রাজু। বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ হাফিজ মাওলানা ইউনুস আহমদ, মুফতী রেজাউল করীম আবরারসহ আরও অনেকে।
কেকে/এএম