সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫,
১২ ফাল্গুন ১৪৩১
বাংলা English

সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫
শিরোনাম: ১০৩ পুলিশ কর্মকর্তার পদক বাতিল      তুরস্কের রাজনীতিতে যোগ দিলেন জার্মানি ফুটবলার ওজিল      কক্সবাজারে বিমান ঘাঁটিতে দুর্বৃত্তদের হামলা      দেউলিয়া হওয়ার পথে ৫০ শতাংশ ভারতীয়        নিজেকে কারাগারে পাঠানোর আর্জি, জামায়াত আমিরের      ১৬ বছর পর আবারও সম্প্রচারে আসছে চ্যানেল ওয়ান      পদত্যাগ করতে রাজি জেলেনস্কি      
বিনোদন
অতি উচ্চতার কারণে ডিপ্রেশনে মৌসুমী হামিদ
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪, ১১:৫১ এএম  (ভিজিটর : ১২৫)
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। ২০১০ সালের দিকে ক্যারিয়ার শুরু করেন। কলকাতার ধারাবাহিক নাটকের মাধ্যমে আলোচনায় আসেন তিনি। একের পর এক তাঁর পরিচিতি বেড়েই চলছিল। ক্যারিয়ার সামনে এগিয়ে নিতে কোনো সমস্যা হয়নি। আট বছর অভিনয় করার পরে হঠাৎ করেই ক্যারিয়ারে বাধা আসে। বাধা হয়ে দাঁড়ায় মৌসুমী হামিদের উচ্চতা। হঠাৎ করেই নাকি মৌসুমী হামিদের শারীরিক উচ্চতা বেড়ে গিয়েছিল।

মৌসুমী হামিদ বলেন, তিনি দীর্ঘদিন ধরেই টানা কাজ করেছেন। ক্যারিয়ারের শুরু থেকেই তৌকীর আহমেদ, মোশাররফ করিম, অপূর্ব, নিশোদের সঙ্গে নিয়মিত করেছেন। কেউ কখনোই তাঁর অভিনয় নিয়ে প্রশ্ন তোলেননি। সবাই সহযোগিতা করেছেন। অথচ সেই অভিনেত্রীকে পরবর্তী সময়ে অভিনয় নিয়ে নানা প্রশ্নের মুখে পড়তে হয়েছিল। একসময় তিনি ক্যারিয়ার থেকেই দূরে সরে যান।

তিনি বলেন, আমার ক্যারিয়ারে সব সময় কাজ দিয়ে প্রশংসা পেয়েছি। এই সময়ে কখনোই কারও সঙ্গে তারকাসুলভ আচরণ করিনি। কারও শিডিউল ফাঁসাইনি। সবাইকে সহযোগিতা করেছি। এর মধ্যে ২০১৮ সালের দিকে ভিউয়ের জোয়ার শুরু হয়। তখনো নিয়মিতই কাজ করেছি। পরে অবস্থা এমন হলো, অভিনয়শিল্পীদের হাতে চলে গেল কাজ। এটা কেন যেন আমার ক্যারিয়ারে বাধা হয়ে দাঁড়ায়। তখন আমার কাজ তুলনামূলক কমতে থাকে। তবে এই নিয়ে কখনোই আমি আশাহত হইনি। কারণ, আমি অভিনেত্রী হিসেবে তত দিনে ভক্তদের কাছে পৌঁছেছি। দেশের নামী সব অভিনয়শিল্পী, পরিচালকদের সঙ্গে কাজ করা হয়ে গেছে।

দীর্ঘ ক্যারিয়ারে অভিনয়ের সূত্রেই অনেক সহ–অভিনয়শিল্পীর সঙ্গে বন্ধুত্ব গড়ে ওঠে। এই অভিনেত্রীর কথায়, ‘একসঙ্গে কাজ করা সব শিল্পীর সঙ্গে ভালো বন্ধুত্ব ছিল। একসময় দেখা গেল তারাই সহশিল্পী হিসেবে আমাকে চাইছে না। এই নিয়ে আমি কিছু ভাবিনি। শুধু এটাই মনে হয়েছে, কাজ জানলে কাজ আসবেই। কিন্তু এখানেই আমি ভুল করেছি। আমি কখনোই কারও কাছে কাজ চাইতে যাইনি। কোনো দলে যাইনি।’

একসময় মৌসুমী হামিদ বুঝতে পারেন, তাঁর কাছের মানুষেরাই তাঁকে দূরে সরিয়ে দিচ্ছে। সেই অভিজ্ঞতা তাঁর জীবনকে হতাশার মধ্যে নিয়ে যায়। তিনি ২০২১ সালে কঠিন পরিস্থিতির মধ্যে পড়েন। এই অভিনেত্রী বলেন, তখন সবাই জুটি, জোট হয়ে কাজ করছিলেন। এর মধ্যে আমার উচ্চতা সবার কাছে বাধা হয়ে দাঁড়ায়। দীর্ঘদিন কাজ করে নতুন করে শুনতে হলো, আমার উচ্চতা বেশি, আমাকে নেওয়া যাবে না। কী অদ্ভুত। হঠাৎ ২০২১ সালে আমার উচ্চতা বেড়ে গেল, আমি ডিপ্রেশনে চলে গেলাম। মানসিকভাবে তখন আমি কঠিন সময় পার করছিলাম।

তখন ভেঙে পড়েন এই অভিনেত্রী। পাশে কাছের তেমন কেউ ছিল না। তিনি বলেন, ‘আমার নিজের ওপর ঘৃণা জন্মায়। কেন আমি এত লম্বা। আমি অসহায় অবস্থার মধ্যে ছিলাম। কিন্তু বুঝতে পারতাম কেউ কেউ না নেওয়ার জন্য এগুলো বলতো। তখন আমি পুরো ডিপ্রেশনে চলে যাই। কাউকে ট্রাস্ট করতে পারতাম না। কারণ, আমার ক্লোজ বন্ধুরা আমাকে রিজেক্ট করেছে। আমি আর কাকে ট্রাস্ট করবো। আমি এক অন্ধকার দুনিয়ার মধ্যে বসবাস শুরু করি। সবকিছু ঘৃণা করা শুরু করি।’

সেই সময়ে অনেক পরিচালক ছিলেন, যাঁরা তাঁর শুটিংয়ে গিয়ে শিডিউল নিয়ে আসতেন। তারাও তাঁর ভালো বন্ধু ছিলেন। মৌসুমী হামিদ জানান, তিনি যাদের সহায়তা করেছেন, তারাও একসময় এড়িয়ে যেতে থাকে। ক্যারিয়ার তাঁকে কঠিন এক পরিস্থিতির মধ্যে ফেলে দেয়। কিন্তু বাস্তবতা তাঁকে মেনে নিতে হয়। তিনি অপেক্ষা করেছেন সুদিন আবার ফিরবে।
এই সময় তিনি আরও আরও জানান, শিল্পী হিসেবে কেন প্রযোজকদের দরজায় যেতে হবে কাজ চাইতে, তারা তো সবাই জানেন তিনি অভিনেত্রী হিসেবে কেমন। তিনি প্রশ্ন রাখেন, ‘তাহলে কি ভালো পারফরম্যান্সের কোনো দাম নাই। অভিনয়ে মনোযোগ দিয়ে কোনো লাভ নাই?’

কেকে/এআর
আরও সংবাদ   বিষয়:  মৌসুমী হামিদ   লম্বা অভিনেত্রী   ঢাকাই নাইকা  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

মেধাবীরা ঝরে যেতে থাকলে অযোগ্যরা সমাজ শাসন করতে থাকে
রমজান মাসে ব্যাংকে ৫ ঘণ্টা লেনদেন
গাজীপুরে স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি
কক্সবাজারে বিমান ঘাঁটির কাছে সংঘর্ষ, গুলিতে নিহত ১
ছুরিসহ বোরকা পরা পুরুষ আটক

সর্বাধিক পঠিত

মেয়ের জামাইয়ের প্রতারণার শিকার বয়োবৃদ্ধা নারী
চুয়াডাঙ্গায় নবদম্পতি স্বামীকে কুপিয়ে স্ত্রীর গয়না ছিনতাই
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি বাতিলের দাবিতে মহাসড়ক অবরোধ
হিজবুত তাওহীদ কর্মীদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষে আহত ১৫
ডিজিটাল ইউনিভার্সিটির নাম পরিবর্তনের দাবিতে ঢাকা টাঙ্গাইল রেল পথ অবরোধ

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝